Distribution of Relief:ট্রাক মালিক সংগঠনের পক্ষ থেকে ঘাটাল বানভাসীদের ত্রাণ বিলি!উপকৃত কয়েক হাজার মানুষ

Share

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল:

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও রন্টু মা কালী ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ঘাটাল মহকুমার প্রত্যন্ত অঞ্চল গুলিতে কয়েক হাজার অসহায় মানুষকে ত্রাণ বিলি।এদিন সংগঠনের সদস্যরা নৌকা সহযোগে বন্যা কবলিত অঞ্চল গুলিতে পৌঁছে যান এবং মুড়ি চিড়া গুড় বিস্কুট পানীয় জল বিতরণ করেন।এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস।

দুর্গতদের পাশে ট্রাক মালিকরা

গত কয়েকদিন ধরেই বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত ঘাটাল এলাকা।শুধু ঘাটাল নয় সেই সঙ্গে জলে ডুবে রয়েছে ডেবরা সবং পিংলার মতো জায়গা।কয়েক লক্ষ মানুষ গৃহহীন।এই অবস্থায় বিভিন্ন ক্লাব,সংঘ,সংগঠন সংস্থা থেকে ত্রাণ বিলি চলছে। ত্রাণ বিলি করা হচ্ছে সরকারি সংস্থা এবং সরকারি আধিকারিকেরা।এবার বানভাসি ঘাটালের মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।এদিন নৌকায় করে মুড়ি,চিঁড়ে,গুড়,বিস্কুট,জল সহ শুকনো খাবার নিয়ে হাজির হন ট্রাক মালিকরা।এরপর তারা বানভাসি দুর্গত মানুষদের হাতে একে একে তুলে দেন।ছোট বড় অবাল বৃদ্ধ বনিতা সহ প্রায় কয়েক হাজার ছুটে আসেন এই খাবার সংগ্রহ করতে।এই দিনের এই মহতী কাজে উদ্যোগী হয়েছিল ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও রন্টু মা কালী ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন যৌথ উদ্যোগে।সারাদিনব্যাপী দুর্গত মানুষের পাশে থাকল ট্রাক এসোসিয়েশনের সদস্যরা।

এদিন সংগঠনের জেলা সম্পাদক প্রদীপ মন্ডল বলেন,”আমরা ট্রাক সংগঠন সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকি।তারই অঙ্গ স্বরূপ আজকে এই দুর্গত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছি।ঝাড়গ্রাম থেকে আগত ট্রাক মালিক কৃষ্ণ সরকার বলেন,’আমরা শুধু পরিবহন ব্যবসা করি তা নয় মানবিকতার টানে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি”।যদিও এদিন সংগঠনের প্রায় ২৫ জন সদস্য এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in