Bharati Ghosh Relief:হেরে গিয়েও মানুষের সেবায়!বানভাসি ডেবরা মানুষদের ত্রাণ বিলি করে বিধায়ক, সাংসদ কে কটাক্ষ ভারতী ঘোষের

Share

ডেবরা 30 সে সেপ্টেম্বর:

যে মানুষটা এই অসময়ে আসতে পারে না তার নাম বার বার বলে সময় নষ্ট করতে চাই না বানভাসি ডেবরাতে ত্রাণ দিতে এসে ঘাটালের সাংসদ দেব কে কটাক্ষ ভারতী ঘোষের।পাশাপাশি তিনি বলেন আজকে আমি সাধারণ মানুষ হিসাবে এসেছি ত্রাণ দিতে। কোনও পার্টি বা সরকারি অফিসার হিসাবে নয়।

ত্রাণ বিতরনে ভারতী ঘোষ

একসময় তিনি ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী।সবাই তাকে ম্যাডাম হিসেবেই চিনতেন।২০১৩ তে পুলিশ সুপারের দায়িত্ব পাওয়ার পর ২০১৭ সাল অবধি একছত্র আধিপত্য কায়েম করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,পুরুলিয়া,বাঁকুড়া সহ জঙ্গলমহল দায়িত্ব সামলে ছিলেন।ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য কন্যা হিসেবে।স্টেজে মুখ্যমন্ত্রীকে টুপি খুলে প্রণাম করতে গিয়ে বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি।এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয় এবং তিনি চাকরি ছেড়ে দিয়ে দুবছর অন্তর্ধান থাকার পর বিজেপিতে যোগদান করেন।তবে বিজেপিও তাকে বসিয়ে রাখেনি বরং সুযোগ দিয়েছে দু-দুবার।প্রথমবার তাকে ২০১৯ এর লোকসভা নির্বাচনে ঘাটালের সাংসদ প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছিল।কিন্তু তৃণমূল প্রার্থী অভিনেতা দেবের কাছে প্রায় লক্ষাধিক ভোটে হেরে যাওয়ার পরও ২০২১ বিধানসভার নির্বাচনে তাকে ডেবরা বিধানসভার দায়িত্ব দেয় দল।সেইবারও তিনি তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের কাছে বিপুল ভোটে পরাজিত হন।তবে দু-দুবার হেরে গিয়েও এলাকা ছাড়েননি তিনি।মহামারী কোভিডের সময় তিনি পাশে এসে দাঁড়িয়েছিলেন ঠিক তেমনি আবার এই বন্যা বিধ্বস্ত ডেবরার অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন এই প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি সভানেত্রী ভারতী ঘোষ।এদিন তিনি কলকাতা থেকে দু গাড়ি ত্রাণ নিয়ে ছুটে আসেন এই বন্যা দুর্গত মানুষের জন্য।ডেবরার করণ্ডা জোতনারায়ন এলাকায় এইদিন দুপুর বিকেল নাগাদ তিনি শুকনো খাবার, চিঁড়ে, মুড়ি,চানাচুর, বিস্কুট,জল,ওয়ারেস প্যাকেট করে নিয়ে আসেন।

এরপর একে একেই সেই ত্রাণের প্যাকেট তুলে দেন এলাকার অসহায় দুর্গত মানুষের হাতে।তবে তিনি এই দিন কোন পার্টির ব্যানারে ত্রাণ বিলি করতে আসেননি।সম্পূর্ণ একজন সাধারণ মানুষ হিসেবে তিনি ত্রাণ বিলি করলেন।এই ত্রাণ পেয়ে খুশি এলাকার মানুষজন। এরই পাশাপাশি তিনি অসহায় মানুষের জন্য ত্রিপল বিলি করলেন।এদিন প্রায় দু হাজার মানুষকে শুকনো খাবার তুলে দেওয়া হয়।তাতে খুশি প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ।

এই বিষয়ে এই দিন ভারতী ঘোষ বলেন,”শুনেছি এখানকার বিধায়ক তিনি এখানে আসেন ও না,দেখেনও না।এছাড়া এখানকার যিনি সাংসদ তিনি দশ বছর আসেননি এখানে।এখানকার সাংসদ নিজে থেকে কখনো কিছু দেননি,সব যদি পার্টি দেবে তাহলে সাংসদ বা বিধায়ক হয়ে কি লাভ।এদিন তিনি অভিনেতা দেব কে নিজের বাড়ি থেকে কিছু আনার পরামর্শও দেন।এরপর তিনি মমতাকে কটাক্ষ করতে গিয়ে বলেন ২০১১ সালে ক্ষমতায় আসার আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন ক্ষমতায় এলে দু বছরের মধ্যে মাস্টার প্ল্যান করে দেব।কিন্তু ১৩ বছর অতিক্রান্ত এখনো তা কমপ্লিট হয়নি।এখনো আমরা মাস্টার প্লানের ‘ম’ দেখিনি,প্ল্যানের ‘প’ দেখিনি এবং সাংসদের ‘স’দেখিনি বলে কটাক্ষ করেন।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in