নিজস্ব প্রতিনিধি,খড়গপুর :
পোস্টমর্টেমে বডি নিতে এসে আইআইটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পড়ুয়ার পরিবার।আর সেই ক্ষোভে জানালেন যে ছেলের মৃত্যুর জন্য পুরো দায়ী আইআইটি কর্তৃপক্ষের শিক্ষকেরা। এরই সঙ্গে তাদের অভিযোগ এই জেলার পুলিশ এবং আইআইটি কর্তৃপক্ষ কেউই তাদের সাহায্য ও সহযোগিতা করছে না।
উল্লেখ্য গত বছর ১৪ই অক্টোবর ঠিক এই সময় আসামের এক ছাত্রের মৃত্যু ঘটেছিল এই খড়গপুর আইআইটি ক্যাম্পাসে আর তা নিয়ে জল ঘোলা হয়েছিল বহুদিন। কারণ ওই পরিবার দাবি করেছিল ওই ছাত্রের গলায় দড়ি নিয়ে মৃত্যু ঘটেনি। বরং তাকে মেরে টাঙিয়ে দেওয়া হয়েছে। সেই ঘটনায় শেষ পর্যন্ত দ্বিতীয় বার পোস্টমর্টেম রিপোর্টের জন্য কবর থেকে মৃতদেহ তোলা হয়েছিল এবং সেই মামলা এখনো বিচারাধীন। এরপরও ২০২৩ এর জুন মাসে এক ইন্টার্ন এর মৃত্যু ঘটে এই IIT তে।ফলে ঘন ঘন কেন ছাত্র-মৃত্যু ঘটছে আইআইটিতে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।