নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
এবার মিডিয়া ক্রিকেট লীগে জয়জয়কার জঙ্গলমহলের মেদিনীপুর একাদশের।দুর্দান্ত বোলিং ফিল্ডিং ও ব্যাটিং নিয়ে কাপ ছিনিয়ে আনল জেলায়।ফাইনাল ম্যাচে বারুইপুর প্রেস ক্লাবকে ১০ উইকেটে পরাজিত করে ‘মেদিনীপুর মিডিয়া একাদশ’।শুভেচ্ছা জেলা পুলিশ সুপারের।
হাওড়া জেলা প্রেস ক্লাবের উদ্যোগে হাওড়ার লক্ষ্মীরতন শুক্লা ক্রিকেট অ্যাকাডেমির মাঠে এই প্রথমবার অনুষ্ঠিত হলো রাজ্যের সমস্ত সাংবাদিকদের নিয়ে এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট। নাম দেওয়া হয়েছিল ‘অল বেঙ্গল মিডিয়া ক্রিকেট লিগ’। গতকাল অর্থাৎ রবিবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিত সেই অল বেঙ্গল মিডিয়া ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হল ‘মেদিনীপুর মিডিয়া একাদশ’।সারা রাজ্যের সমস্ত মিডিয়া টিমকে পরাজিত করে এই দিবারাত্রির এক দিবসীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন পশ্চিম মেদিনীপুরের সাংবাদিকরা।ফাইনাল ম্যাচে বারুইপুর প্রেস ক্লাবকে ১০ উইকেটে পরাজিত করে ‘মেদিনীপুর মিডিয়া একাদশ’।
উল্লেখ্য,প্রথম ম্যাচে বারুইপুর প্রেস একাদশের কাছেই পরাজিত হয় মেদিনীপুর মিডিয়া একাদশ।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলির মধ্যে সব থেকে শক্তিশালী দল ছিল এই বারুইপুর একাদশই।ফাইনাল ম্যাচে অলরাউন্ড পারফরমেন্সে সেই বারুইপুরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পশ্চিম মেদিনীপুর।ফাইনাল ম্যাচ শেষ হয় রাত্রি প্রায় ৯টা নাগাদ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালির বিধায়ক ডঃ রানা চ্যাটার্জি,ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ প্রমুখ।তার আগে দিনভর মাঠে উপস্থিত হয়েছিলেন ক্রীড়া ও সংবাদ জগতের তারকারা।মাঠে এসেছিলেন হাওড়ার পুলিশ কমিশনার (CP) প্রবীণ ত্রিপাঠী,কলকাতা পুলিশের সহকারী কমিশনার (ACP) দেবেন্দ্র প্রসাদ সিং থেকে বাংলা তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমানে প্রশিক্ষক লক্ষ্মীরতন শুক্লা, সৌরাশিস লাহিড়ী,শিবসুন্দর দাস প্রমুখ।
উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য, News 18 বাংলার বিশ্ব মজুমদারের মতো ব্যক্তিত্বরাও।হাওড়া প্রেস ক্লাবের হয়ে মাঠে নামেন কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীও। কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের হয়ে মাঠে নামেন ইরন,অরিত্র-র মতো এই সময়ের জনপ্রিয় সাংবাদিক তথা সঞ্চালকরাও।রবিবার রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মেদিনীপুর থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে পশ্চিম মেদিনীপুরের সাংবাদিকদের অভিনন্দিত করেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।তিনি সকল খেলোয়াড়দের সংবর্ধিত করার কথাও জানান।তিনি বলেন, “এই অসাধারণ সাফল্য আমাদের সকলের জন্য গর্বের।সাংবাদিকরা শুধু পেশাগত ক্ষেত্রে নয়, ক্রীড়াঙ্গনেও নিজেদের প্রতিভা প্রমাণ করেছেন।”
মেদিনীপুর মিডিয়া একাদশের অধিনায়ক শঙ্কর রাই,সৈকত সাঁতরা,সঞ্জয় দাস,শশাঙ্ক প্রধান,মণিরাজ ঘোষ,অর্ণব দাস,অর্পণ ভট্টাচার্য,রাহুল দে প্রমুখ বলেন, “সাংবাদিকদের মধ্যে ক্রীড়ামনস্কতা ও সৌহার্দ্য বাড়ানোর জন্য এমন অভূতপূর্ব উদ্যোগ গ্রহণ করে এক নতুন অধ্যায় রচনা করল হাওড়া প্রেস ক্লাব।”হাওড়া প্রেস ক্লাবের তরফে সাংবাদিক দেবাশীষ চক্রবর্তী সহ আয়োজকরা জানান, “এই ধরনের ইভেন্ট সাংবাদিকদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করে তোলে।আমরা আশা রাখি,রাজ্যের অন্যান্য প্রেস ক্লাব গুলিও এই ধরনের উদ্যোগ গ্রহণে এগিয়ে আসবে।”