নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
গ্রাম্য বাংলার পুজো অভিনবত্ব নিয়ে এসেছে কালগাং দুর্গোৎসব কমিটি। মূলত এলাকার ১০-১২টি পাড়া মিলে পুরানো দিন থেকে পুজো করে আসেন উদ্যোক্তারা।পুজো মন্ডপ যেমন থাকে সেই সঙ্গে থাকে সাবেকি প্রতিমার প্রতিরূপ। এবছর পূজো পা দিলেও ২৯ তম বর্ষে। পুজোর বাজেট বেশি না কিন্তু যা বাজেট সেই বাজেটই জোগাড় করা হয় চাঁদা এবং এলাকাবাসীর সাহায্যে সাহায্যের বিনিময়ে।
পুজোর কটা দিন রাখা হয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান।এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে এলাকার খুদে কচি কাঁচারা। এরপর একাদশীতে বিসর্জন হয় এবং এই বিসর্জনে অংশ নেন পাড়ার পুরুষের পাশাপাশি মহিলারা। তবে এই পুজো কমিটির প্রতিমা দেখার মত। পুজো কমিটির উদ্যোক্তারা আহ্বান জানিয়েছেন সকল জেলাবাসিকে তাদের এলাকার পুজো দেখার জন্য।