নিজস্ব প্রতিনিধি,বেলদা:
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জেলার বর্ডারে বসলো নাকা চেকিং।গতকাল রাত থেকে বেলদা দাঁড়িয়ে রয়েছে সারিসারি দিয়ে ট্রাক ভর্তি আলুগাড়ি। রাত থেকে দাঁড়িয়ে থেকে রাস্তায় খাবার না পেয়ে ক্ষোভ উগরে দিলেন ট্রাক ড্রাইভাররা।
ফের বন্ধ ভিন রাজ্যে আলু রপ্তানি।বর্ডার লাগোয়া থানা গুলিতে নাকা চেকিং চালালো পুলিশ প্রশাসন।গত বুধবার রাত থেকেই বাংলা উড়িষ্যা সীমান্তবর্তী বেলদা ও দাঁতন থানায় কড়া নজরদারি পুলিশের।এদিন উড়িষ্যাগামী সকল গাড়ি গুলিকে আটকে তল্লাশি চালায় বেলদা ও দাঁতন থানার পুলিশ।প্রসঙ্গত,পশ্চিম মেদিনীপুর জেলার এই বর্ডার এলাকা বিশেষ করে বেলদা দাঁতন এবং কেশিয়াড়ির শেষ প্রান্ত দিয়ে আলু গাড়িসহ ভিন রাজ্যের শয়ে শয়ে ট্রাক প্রতিদিন উড়িষ্যা ও ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেয়।একটু যানজট হলেই গোটা এলাকায় যানজট হয়ে পড়ে।কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণার পর আলুতে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।আর তাতেই চটজলদি পুলিশ প্রশাসন থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়, এই বর্ডার এলাকা গুলো সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়।এরপর ভিন রাজ্যের ট্রাকগুলো খতিয়ে দেখা হয়।যে গাড়িতে আলু রয়েছে সে গাড়িগুলোকে আটকে দেওয়া হয় এই বর্ডার এলাকাতে।আর তাতেই সারি সারি দিয়ে ট্রাক আটকে পড়ে এই বেলদা বর্ডার এলাকায়।এই ঘটনায় ক্ষোভের সঞ্চার হয় ট্রাক ড্রাইভারদের মধ্যে।অনেকেই খাবার না পাওয়ার অভিযোগ করেন।
প্রশাসন সূত্রে খবর” ফের ভিন রাজ্যে আলু রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।সেই মতো বাংলা উড়িয়া সীমান্তবর্তী থানা গুলিতে শুরু হলো কড়া নজরদারি।বেশ কয়েকটি আলু বোঝাই গাড়িকে এদিন নাকা চেকিং থেকেই ফিরিয়ে দেওয়া হয়।গতকাল রাতের পাশাপাশি দিনের বেলায় ও আলু ট্রাক গুলো আটকে দেয় পুলিশ প্রশাসন।
তবে এই নিয়ে নতুন নির্দেশ না আসা পর্যন্ত পুলিশ প্রশাসন কোন মন্তব্য করেনি এবং ট্রাকগুলোকে ছাড়েনি।