রাত হলেই ভিড় বাড়ছে! সপ্তমীতে দর্শকদের ঢল শরৎপল্লী নাগরিক সমিতির পুজোতে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

এবছর শরৎপল্লী নাগরিক সমিতির পূজো ৪৪ তম বর্ষে পদার্পণ করলো।প্রতিবছরের মতন এ বছরও তারা বিগ বাজারের একটি পুজো মণ্ডপ করে নজর কেড়েছে জেলার মধ্যে।

মূলত বিধান নগর,রাঙ্গামাটির পরই শরৎপল্লীতে কচিকাঁচা সহ দম্পতির আড্ডা মারতে আসেন।চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।সপ্তমীর গভীর রাত অব্দি চলল দর্শনার্থীদের ঢল।অপরদিকে পুজোতেও হাজির হয়েছেন উদ্যোক্তারা। চলছে এক প্রস্থ মায়ের সপ্তমি পুজো।


Share

dnews.in