![](https://dnews.in/wp-content/uploads/2023/10/396530049_122130761822032109_5987782778783531595_n-Medium.jpeg)
নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:
লক্ষ্মী পুজোর দিন থেকে পাগলা কুকুরের আতঙ্ক গোপীবল্লভপুরে।বিশেষ করে আলমপুর ৬ নম্বর অঞ্চলের পিড়াশিমূল,আলমপুর, ভট্টগোপালপুর,জগন্নাথপুর গ্রামে কুকুরের আতঙ্ক।অভিযোগ একটি পাগলা কুকুর কামড়ে ছিঁড়ে নিল এলাকার পাঁচ জন প্রৌঢ় ব্যক্তির শরীরের মাংস।এই ঘটনায় আহতদের গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
![](http://dnews.in/wp-content/uploads/2023/10/WhatsApp-Image-2023-10-07-at-11.21.30-PM-e1696702129530-1024x804.jpeg)
স্থানীয়দের দাবি গত শনিবার লক্ষ্মী পুজোর দিনে দুপুর থেকে একটি পাগলা কুকুর এলাকা দাপিয়ে বেড়াতে শুরু করেছে। মানুষ পেলেই তেড়ে আসতে থাকে।এর মধ্যে পিড়াশিমূল এবং পাশের গ্রাম ভট্টগোপালপুর, এবং জগন্নাথপুর গ্রামের পাঁচ জন প্রৌঢ় ব্যক্তির শরিরে কামড় বসিয়ে খুবলে খেয়েছে শরীরের মাংস।এই গোটা ঘটনায় উৎসবের দিন থেকেই যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মনে।বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।অভিযোগ ঘটনার কথা বন দফতর এবং প্রানী সম্পদ দফতরে জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।
![](http://dnews.in/wp-content/uploads/2023/10/WhatsApp-Image-2023-10-29-at-11.15.47-PM-Medium.jpeg)
এই বিষয়ে টপগেড়িয়া গ্রামের বাসিন্দা অভিমুন্য রাউত জানান এই দিন দুপুরে হঠাৎ করে একটি পাগলা কুকুর ঢুকে পড়ে আমাদের গ্রামে। সে মানুষ দেখলেই তাড়া করে।যাদেরকে হাতের সামনে পেয়েছিল কুকুরটি,তাদেরকে কামড়ে শরীরের বহু জায়গার মাংস তুলে নিয়েছে।অনেকের অবস্থা খুব খারাপ রয়েছে।যদিও বর্তমানে কুকুরটি গ্রাম ছেড়ে জঙ্গলের দিকে চলে যায় বলে জানা যায়।