Road Repair:রাস্তা মেরামতে এগিয়ে এলো তুতরাঙা উদীয়মান তরুণ সংঘ!সবাইকে এগিয়ে আসার আহ্বান

Share

নিজস্ব প্রতিনিধি,নারায়ণগড়:

নারায়ণগড় ব্লকের তুতরাঙা উদীয়মান তরুণ সংঘের উদ্যোগে মঙ্গলবার নারায়ণগড় ও সবং ব্লক এর সীমান্তবর্তী একটি গুরুত্ব পূর্ণ রাস্তার জমে যাওয়া জল নিষ্কাশনের কর্মসূচি গ্রহণ করা হলো।এরই পাশাপাশি সবাইকে মহতী কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয় সংঘের তরফ।

মূলত নারায়ণ গড় ব্লক-এর মদন মোহন চক বেলতলা থেকে সবং ব্লক এর দেউলী কলাস বার পর্যন্ত প্রায় ৫ কিমি রাস্তার বেশির ভাগটাই চলাচলের অযোগ্য হয়ে উঠেছে বর্তমানে।তার উপরে এই একটানা ভারী বৃষ্টি হওয়ার ফলে রাস্তার উপর যে বড় বড় গর্ত হয়ে আছে তাতে বৃষ্টির জল জমা হয়ে মানুষ চলাচলের জন্য বিপদ জনক হয়ে উঠেছে।এই রাস্তাটি নারায়ণ গড়,সবং,পিংলা ও খড়গপুর লোকাল ব্লকের সীমানা,প্রতিনিয়ত অনেক মানুষ,স্কুল,কলেজের পড়ুয়া ও যানবাহন যাতায়াত করে থাকে।বিশেষ করে এই বর্ষার সময় যখন কোনো বড় গাড়ি চলে আসে তখন তার পাস দিয়ে কোনো সাইকেল, মোটর সাইকেল আরোহী ও পথ চলতি মানুষের পাস কাটিয়ে যাওয়া খুবই বিপদজনক হয়।তাই তুতরাঙা উদীয়মান তরুণ উদ্যোগে কিছুটা রাস্তা ঠিক করা হলো,রাস্তার উপর গর্ত গুলোতে যাতে জল জমা না হতে পারে তার জন্য ড্রেন করে দেওয়া হলো।

আগামীতে সংঘের উদ্যোগে আবার সময় করে বাকি রাস্তাটা ড্রেনেজ করার কর্মসূচি নেওয়া হবে।



Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in