Ghatal Sammelon: ভরসা সেই মেঘনাথ!সারা ভারত কৃষক সভার সম্পাদক ও সভাপতি পদে নির্বাচিত হলেন মেঘনাদ ভূঁইয়া ও প্রাণকৃষ্ণ মন্ডল

Share

ঘাটাল 12 ই অক্টোবর:

রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে শহরের টাউন হলে শেষ হলো সারা ভারত কৃষক সভার দুদিন পশ্চিম মেদিনীপুর জেলার ৩৯ তম সম্মেলন‌।সম্মেলন থেকে ৮২ জনের নতুন কমিটি গঠিত হয়।সম্মেলন থেকে সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন মেঘনাদ ভূঁইয়া এবং নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রাণকৃষ্ণ মন্ডল।

মূলত শনিবার সন্ধ্যায় সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষক সভার রাজ্য সহ সভাপতি ভক্তরাম পান।সংগঠনের ৩৯ তম সম্মেলন উপলক্ষে ঘাটাল শহর ও টাউন হলের নামকরণ করা হয়েছিল প্রয়াত কৃষক নেতা হরেকৃষ্ণ সামন্ত ও নির্মল ঘোষকে শ্রদ্ধা জানিয়ে তাঁদের নামে। শনিবার সম্মেলন শুরুর আগে বিশাল জনসমাবেশে সহযোগে একটি বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে নেতৃত্ব দেন কৃষক নেতা সুভাষ দে, মেঘনাদ ভূঞ্যা, প্রাণকৃষ্ণ মন্ডল, সিপিআইএম নেতা বিজয় পাল,তাপস সিনহা,কমল পলমল, গোপাল প্রামাণিক, অশোক সাঁতরা,উত্তম মন্ডল প্রমুখ। মিছিলের শেষে ঘাটাল পাঁশকুড়া বাসস্ট্যান্ডে এক সভার আয়োজন করা হয়। ওই সভায় বক্তব্য রাখেন বাম নেতৃবৃন্দ। কৃষকদের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে,কীটনাশক ও সারের মূল্য কমানোর দাবি সহ কৃষকদের নানা দাবি এবং দৈনন্দিন জনজীবনের নানা দাবিতে সম্মেলনে সরব হন সম্মেলনের প্রতিনিধিরা।

সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে কৃষকদের দুর্দশার জন্য দায়ী করা হয়েছে।সেই সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার প্রতারণা করছে বলে প্রকাশ্য সমাবেশ মঞ্চ থেকে কৃষক নেতারা জানান।সেই সঙ্গে কৃষকদের স্বার্থে সারা ভারত কৃষক সভার আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা জানান কৃষক নেতৃত্ব।

পাশাপাশি ঘাটালে রেল যোগাযোগের দাবি জানানো হয় সম্মেলন মঞ্চে এবং এই উপলক্ষে আয়োজিত মিছিল ও সমাবেশ থেকে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in