Bijoya Sammeloni: পুজো মিটতেই বিজয়া সম্মেলনিতে শাসক দল!তৃণমূল যুবর পক্ষ থেকে মহা সম্মেলনী প্রদ্যুৎ স্মৃতি সদনে

Share

মেদিনীপুর 15 ই অক্টোবর:

একসঙ্গে মঞ্চে বসিয়ে সকল মানুষকে বিশেষ সম্বর্ধনা দিয়ে বিজয়া সম্মেলনী সারলো শাসক দলের যুব সংগঠন তৃণমূল যুব কংগ্রেস। এই মঞ্চে উপস্থিত ছিলেন শাসক দলের মন্ত্রী,বিধায়ক,সাংসদ সহ পুর চেয়ারম্যান কাউন্সিলর ও জেলা পরিষদের সভাধিপতি কর্মধাক্ষরা।এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল তৃণমূলের মুখপত্র রিজু দত্ত। অনুষ্ঠান শেষে সংগীত শিল্পী রাঘব চ্যাটার্জির বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় জেলা পরিষদ প্রদ্যুৎ স্মৃতি সদনে।

দুর্গাপূজা মিটতেই শুরু হয়েছে বিজয়া সম্মেলনী।মূলত বিধানসভা ভোটকে সামনে রেখে বিজয়া সম্মেলনীতে অংশগ্রহণ করছে শাসক দল তৃণমূল।গোটা রাজ্যজুড়েই চলছে সেই বিজয়া পর্ব। তৃণমূল জেলা,যুব,ছাত্র সবার পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে এই বিজয়ার।পশ্চিম মেদিনীপুরের ১৫ টি বিধানসভার বিভিন্ন প্রান্তের ভিন্ন ভিন্ন ডিভিশনে চলছে এই সম্মেলনী অনুষ্ঠান।এইদিন পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর শহরে শহীদ পরিকল্পনা ভবনের অনুষ্ঠিত হলো তৃণমূল যুব জেলা সভাপতি নির্মাল্য চক্রবর্তীর উদ্যোগে মহা বিজয়া সম্মেলনী।এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া,শ্রীকান্ত মাহাতো সহ বিভিন্ন মন্ত্রী,সাংসদ,বিধায়ক কর্মাধ্যাক্ষ,কাউন্সিলর এবং পৌর আধিকারিকগণ।এইদিন মঞ্চে সবাইকে সম্মান জানানোর পাশাপাশি সম্বর্ধনার আয়োজন করে হয় তৃণমূল যুবর পক্ষ থেকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিজয়া সম্মেলনীর বিশেষ বক্তা,মুখপত্র রিজু দত্ত।

এই বিজয়া সম্মেলনী শেষে বিশেষ সংগীত শিল্পী রাঘব চ্যাটার্জি গান পরিবেশন করেন।এই অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন তৃণমূল জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী।অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন যুব সভাপতি ও তার টিম।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in