এ তো আস্ত কুমির!দৈত্যাকার কুমির দর্শন দীঘার তালসারিতে

Share

নিজস্ব প্রতিনিধি,দীঘা :

তালসারিতে উদ্ধার হল দৈত্যাকার কুমির।এইদিন সাত সকালে সমুদ্র সৈকতে কুমির দর্শন।দীঘার তালসারি সমুদ্র সৈকতে হঠাৎ করেই মৎস্যজীবীরা দেখতে পান এই দৈত্যাকার কুমিরটিকে। প্রথমেই চোখে দেখে বিশ্বাস করে উঠতে পারেননি স্থানীয় বাসিন্দারা।

তারপর কাছে যেতেই চক্ষু চড়ক গাছ। এই যে সত্যিই আস্ত কুমির।কথায় বলে জলে কুমির ডাঙ্গায় বাঘ।কুমির বাবাজি একেবারে তাল সারির সমুদ্র সৈকতে।এই কুমির দেখার জন্য রীতিমতো ভিড় জমে যায় তাল সারিতে।খবর দেওয়া হয় বনদফতর কে।সেই কুমির টিকে উদ্ধার করা হয়ে নিয়ে গেছে বন দফতর।


Share

dnews.in