
নিজস্ব প্রতিনিধি,দীঘা :
বিরাট আকৃতির কইভোলা দেখা গেল দীঘাতে। যা দেখতে ভিড় জমালো উৎসুক জনতা ও পর্যটকেরা।এইদিন দীঘা মোহনায় দেখা মিলল কইভোলা মাছ।যার ওজন প্রায় ২ কুইন্টাল।মূলত এটি উড়িষ্যার পারাদ্বীপের একটি ট্রলারে ধরা পড়ে।

পরে বিক্রি হওয়ার জন্য দীঘা মোহনায় নিয়ে আসা হয়।যার মূল্য এক লক্ষ ২৭ হাজার টাকা ধরা হয়।এটি একটি কলকাতার কোম্পানি কিনে ফেলে বলে জানা গেছে। যদি ওই মাছটি দেখতে প্রথমে ভিড় জমিয়েছিল প্রচুর মানুষ। অনেকে সেলফি তুলে এই মাছের সঙ্গে নিজেদের।