NIA Investigation: কাঁথিতে তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে NIA! তদন্ত শেষে ডাইরি ও ল্যাপটপ ব্যাগ

Share

নিজস্ব প্রতিনিধি,কাঁথি:

সকাল সকাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA এর সদস্যরা হানা দিল পূর্ব মেদিনীপুরের কাঁথির পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়ার বাড়িতে।দীর্ঘ জেরার পর বেরোনোর সময় সাদা কাপড়ে মোড়া কয়েকটি ডায়েরী ও ল্যাপটপ ব্যাগ। যদিও তৃণমূল নেতার দাবি সমস্ত রকম সাহায্য করা হবে তদন্তকারী সংস্থাকে।

পূর্ব মেদিনীপুরে NIA

সকাল সকাল মানব পড়ুয়ার বাড়িতে NIA। মূলত নাড়ুয়াভিলা বোমা বিস্ফোরণ কান্ডে অভিযুক্ত মানব পড়ুয়ার কাঁথির বাড়িতে এইদিন উপস্থিত হয় এই তদন্তকারী সংস্থার সাত থেকে আটজনের প্রতিনিধি দল। ওই সময় বাড়িতেই ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া।তিনি বলেন 2022 সালের 3 রা ডিসেম্বর ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকার নাড়ুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণ ঘটনার তদন্তের স্বার্থে আমার বাড়িতে এসেছিলেন এই এনআইএ প্রতিনিধি দল।আমার পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করার তা করেছি।আগামী দিনে আবার এলে সহযোগিতা করব। অন্যদিকে তদন্তকারী অফিসাররা যখন বেরিয়ে যান তখন তদন্ত কারী অফিসারদের হাতে দেখা যায় একটি সাদা কাপড়ে মোড়া মোটা মোটা বেশ কয়েকটা ডাইরি ও একটি ল্যাপটপ ব্যাগ।তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলেন কাঁথি থানার পুলিশ।

এ বিষয়ে বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী বলেন, এনআইএ হাইকোর্টের নির্দেশে কাজ করছে,তবে আরো দ্রুততার সঙ্গে কাজ করা উচিত।এন আই এর কাজে কিছুটা খামতি থেকে যাচ্ছে যে কারণে মানব পড়ুয়া বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি থানার অফিসারদের সঙ্গে কথা বলছে।বাংলাদেশ প্রসঙ্গ টেনে তিনি বলেন,” পশ্চিমবঙ্গ বারুদের স্তুপের উপর বসে আছে। বাংলাদেশের হিন্দু নিধন যজ্ঞ চলছে।ভারত সরকারকে আরও শক্ত হতে হবে”।

অন্যদিকে ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন দ্রুত এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া ও দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in