![](https://dnews.in/wp-content/uploads/2024/12/1000368679.jpg)
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মানুষের মধ্যে ফুটবল খেলাকে জাগরুক করে রাখতে সেইসঙ্গে প্রবীণ খেলোয়ারদের পুনরায় ময়দানে আনতে এবার দুদিনব্যাপী এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল ভেটারান্স ফুটবল ক্লাব।দুদিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিল আটটি দল।এদিন বলে কিক মেরে গোল করে খেলার উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার।
![](https://dnews.in/wp-content/uploads/2024/12/1000368674.jpg)
এই প্রজন্ম ফুটবল খেলা যাতে ভুলে না যায় সেই সঙ্গে ফুটবল খেলা থেকে মানুষ যাতে বিচ্ছিন্ন হয়ে না পড়ে তার জন্য ভেটারেন্স ক্লাব আয়োজন করল দুদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা।মেদিনীপুর শহরের ডায়মন্ড স্পোটিং ক্লাবের মাঠে এইদিন আটটি দল নিয়ে এই খেলার সূচনা করলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার। 40 বছরের উর্ধ্বে খেলোয়াড়রা থাকছে এই খেলায়।তৃতীয় বর্ষের এই খেলায় এই দিন খেলার মাঠে পতাকা উত্তোলন এরপরই ফুটবল মেরে গোল দিয়ে খেলার উদ্বোধন হয়। দুদিন ব্যাপী এই খেলার প্রথম দিনে মঞ্চে উপস্থিত হয়েছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার ছাড়াও বিশিষ্ট অতিথিবৃন্দ।ছিলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় অমিয় ভট্টাচার্য।এছাড়াও ছিলেন ক্লাব কর্তা অরুণ কান্তি সাহা,সঞ্জয় কর সহ বিশিষ্টজনেরা।এই দুদিন ব্যাপী এই ফুটবল খেলার সমগ্র অনুষ্ঠানের পরিচালনা করেন ক্লাব কর্তা মহম্মদ হাবিব।
![](https://dnews.in/wp-content/uploads/2024/10/Fairy-Queen-2.gif)
![](http://dnews.in/wp-content/uploads/2024/12/1000359998.jpg)
এ বিষয়ে ক্লাব কর্তারা বলেন,আজকের দিনে যখন মানুষ ব্যস্ত মোবাইলে।সেই মোবাইল আসক্ত কাটাতে সেই সঙ্গে অবসরে থাকা প্রবীণ খেলোয়াড়দের উদ্বুদ্ধ করা সেইসঙ্গে নতুন প্রজন্মকে ফুটবল খেলায় আগ্রহী করতে আমাদের এই উদ্যোগ।এই খেলা দুদিন ব্যাপী চলবে।এই বছর এই খেলা তৃতীয় বছরে পদার্পণ করলো।
![](http://dnews.in/wp-content/uploads/2024/10/1000259024.jpg)