Bhagabati Devi School: বর্তমান সামাজিক অবক্ষয় ও অপসংস্কৃতির আবহে ভগবতী দেবী শিক্ষা নিকেতনে শিক্ষক ও অভিভাবক সংবন্ধন কর্মশালা

Share

নিজস্ব প্রতিনিধি,বেলদা:

বর্তমান সামাজিক অবক্ষয়ের পরিমণ্ডলে অপসংস্কৃতির আবহে খাকুড়দার ভগবতী দেবী পি টি টি আই প্রদর্শিত পথে সদ্যজাত ভগবতী দেবী শিক্ষা নিকেতন প্রাথমিক বিভাগের উদ্যোগে ব্যতিক্রম ভাবনায় শনিবার অনুষ্ঠিত হলো “শিক্ষক এবং অভিভাবক সংবন্ধন কর্মশালা “।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ও শিক্ষারত্ন সম্মানে ভূষিত শিক্ষক উৎপল মুখোপাধ্যায়।সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভগবতী দেবী পিটিটিআই-এর অধ্যক্ষ ড. সিদ্ধার্থ শংকর মিশ্র।এই সভায় অভিভাবক ও নানা জ্ঞানীগুণীজন মিলে ৭০ জনের বেশি উপস্থিত হয়েছিল।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সামাজিক দায়িত্ব পালনে,সৌহার্দ্য ও সম্প্রীতি মূলক মনোভাবের নেতৃত্ব ও কর্মী হবে এমন আগামীর যোগ্য নাগরিক গড়ে তুলতে বিদ্যালয় গড়ে ওঠে। ভগবতী দেবী শিক্ষা নিকেতন প্রাথমিক বিভাগের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।বিদ্যালয়গুলিতে এইধরনের কর্মশালা শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষক সম্পর্ক সুদৃঢ় করবে।

এই অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে সভাপতি তাঁর বক্তব্যে বলেন, তাঁদের উদ্দেশ্য ও লক্ষ্য কথায় নয়, প্রকৃত অর্থে বিদ্যালয়কে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিফলিত করা এবং বিদ্যালয়ে অনুকূল পরিবেশ সহায়ক হবে।বৌদ্ধিক মানসিক শারীরিক বিকাশ সহ সমাজের দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার জন্য তিনি সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানান।এই কর্মশালায় ভাষা,গণিত, সামাজিক মূল্যবোধ ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন শিক্ষক অনিন্দ্য সুন্দর পাল, অনির্বাণ কানুনগো, মৃত্যুঞ্জয় সাড়ঙ্গী ও অনুপম পয়ড়্যা।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in