Gopiballavpur Mela: সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি’কে বাঁচাতে সুবর্ণরৈখিক মেলা! আয়োজক ‘আমারকার ভাষা আমারকার গর্ব’,ফেসবুক গ্রুপ

Share

নিজস্বপ্রতিনিধি,গোপীবল্লভপুর :

বাংলা,ঝাড়খন্ড,ওড়িশার সুবর্ণরেখা নদী অববাহিকার নিজস্ব ভাষা ও সংস্কৃতি ‘সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি’কে বাঁচিয়ে রাখা এবং প্রসারের লক্ষ্যে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে অনুষ্ঠিত হল ‘সুবর্ণরৈখিক মিলন মেলা ২০২৩’। ‘আমারকার ভাষা আমারকার গর্ব’ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এদিন এই মিলন মেলার আয়োজন করা হয়।

মূলত এদিন সকালে এই উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা যা পুরো গোপীবল্লভপুর পরিক্রমা করে।সুবর্ণরেখার অববাহিকা অঞ্চলের কয়েকশ মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন।পরে গোপীবল্লভপুরের বটতলা চকে ব্যোম নিলীমা সারস্বত মন্দির পাঠাগার প্রাঙ্গণে মিলন মেলা উপলক্ষে নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিন পাঠাগার চত্বরে এলাকার বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী,গান্ধীজী সহযোগী,ডান্ডি অভিযানের অন্যতম অভিযাত্রী,সত্যাগ্রহী মতিবাস দাসের আবক্ষমূর্তির আবরণ উন্মোচন করা হয়।উন্মোচন করেন প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর পুত্র কলিঙ্গশেখর দাস। উপস্থিত ছিলেন শ্রীপাট গোপীবল্লভপুরের মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী,বিশিষ্ট গবেষক লোকসংস্কৃতি গবেষক ডঃ মধুপ দে,খড়্গপুর আই আই টির অধ্যাপক ড.ভানুভূষণ খাটুয়া,অধ্যাপক ফটিকচাঁদ ঘোষ,কবি বেবী সাউ,লোককবি পরেশ বেরা,প্রাবন্ধিক অখিলবন্ধু মহাপাত্র,কবি প্রদীপ মাইতি,কবি মিহির দন্ডপাট,কবি খগেন জানা,সমাজকর্মী সদানন্দ দাস,সত্যকাম পট্টনায়েক সহ সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার অসংখ্য কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এই অনুষ্ঠান থেকে “আমারকার ভাষা আমারকার গর্ব পরিবারের এডমিন বিশ্বজিৎ পাল সহ মোট চার জনকে সুবর্ণরত্ন সম্মান প্রদান করা হয়।পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কৃতি শতাধিক ব্যক্তিকে সম্মানিত করা হয়।অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন সাহিত্য সংস্কৃতি বিষয়ে বহু লেখক কবি সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সুবর্ণ সম্মান প্রদান করা হয়। প্রকাশিত হয় সুবর্ণ স্মারক পত্রিকা।গ্ৰুপের সদস্য বিশ্বজিৎ পাল,অনিমেষ সিংহ,মুরলীধর বাগ,তন্ময় বক্সী,দীপক বাড়ি শুভাশীষ নায়েক,শান্তিদেব দে,শ্বাশতী খুঁটিয়া,সঞ্জয় প্রধান,রাজীব ভূঞ্যা,কিশোর রক্ষিতরা জানান,সারা বিশ্বে সুবর্ণরৈখিক ভাষা ও সংস্কৃতি প্রসারের লক্ষ্যে আগামী দিনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যাপক সৌকত আলি সা ও কবি অনিমেষ সিংহ।


Share

dnews.in