Quiz Competition: ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক জুনিয়র কুইজ প্রিমিয়ার লিগ পূর্বমেদিনীপুরে! অংশ নিল 8 টি দল

Share

নিজস্ব প্রতিনিধি,পূর্ব মেদিনীপুর :

পরম্পরার গন্ডি ভেঙে অবিভক্ত মেদিনীপুরের বুকে অনুষ্ঠিত হলো প্রথম কুইজ লীগ।৬ জন করে মোট ৮ টি দল অংশ নেয় এই লীগে।ঝাড়গ্রাম,তমলুক,রাধামনি,ঘাটাল,মহিষাদল,কেশিয়াড়ি, নন্দীগ্রাম ও সবং প্রতিযোগিরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।দীর্ঘ লড়াইয়ের পর প্রথম হয় সবং,দ্বিতীয় হয় রাধামনি,তৃতীয় হয় মহিষাদলের টিম।

কুইজে প্রতি দলে ২ জন বা ৩ জন করে অংশ নেওয়ার রীতি বেশ পুরোনো।সেই পরম্পরার গন্ডি থেকে বেরিয়ে অবিভক্ত মেদিনীপুরের বুকে অনুষ্ঠিত হলো প্রথম কুইজ লীগ।যা অনুষ্ঠিত হলো অনেকটা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লীগের আদলে।প্রতি দলে ছিল ৬ জন কুইজার। ক্যাপ্টেন ও ভাইস ক্যাপ্টেন আগে থেকে নির্ধারণ করা হলেও বাকিটা হয়েছে নিলামের মাধ্যমে।অবিভক্ত মেদিনীপুরের কুইজপ্রেমীরা এই লিগে অংশগ্রহণ করে। ঝাড়গ্রাম,তমলুক,রাধামনি,ঘাটাল,মহিষাদল,কেশিয়াড়ি, নন্দীগ্রাম ও সবং মিলিয়ে মোট আটটি দল নিয়ে এই কুইজ লীগটি অনুষ্ঠিত হলো।দুই মেদিনীপুরের প্রখ্যাত ৮ জন কুইজ মাস্টার ছিলেন কুইজটি পরিচালনার দায়িত্বে।

যাদের মধ্যে ছিলেন দাদাগিরির দুই চ্যাম্পিয়ন দীপসুন্দর দিন্দা ও শান্তনু ভট্টাচার্য।বিশিষ্ট শিক্ষক শীর্ষেন্দু ভট্টাচার্য,অনুব্রত চক্রবর্তী,পূর্ন অধিকারী, সতীনাথ মাইতি,কৌশিক মাজি এবং সন্দীপন দাস।এইদিন খঞ্চি গুনধর আদর্শ বিদ্যাপীঠের অডিটোরিয়ামে প্রায় ৬ ঘন্টা ধরে চলতে থাকা এই লীগে দীর্ঘ লড়াইয়ের পর প্রথম হয় সবং,দ্বিতীয় হয় রাধামনি,তৃতীয় হয় মহিষাদলের দল।আর এই মঞ্চেই মেদিনীপুরে কুইজের প্রসার ঘটানোর জন্য প্রথম বারের জন্য এমজেকিউপি এলএর মঞ্চ থেকে হল অফ ফেম সম্মানে ভূষিত করা হয় বিশিষ্ট কুইজ মাস্টার ড.মৌসম মজুমদার কে।সব মিলিয়ে সবাই একটা দারুন কুইজ দিন উপভোগ করলেন কুইজ প্রেমীরা।প্রতি বছর এমন উদ্যোগ নেওয়া হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।


Share

dnews.in