
নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:
দুর্গাপূজার সময় ঝাড়গ্রামে বেড়াতে আসা পর্যটকদের কাছে বড় পাওনা।দীর্ঘদিন পর দুর্গা পূজার সময় শুরু হলো ঝাড়গ্রামে সার্কাস । অরণ্য সুন্দরী ঝাড়গ্রামের পাহাড় জঙ্গলে বেড়ানোর স্বাদ উপভোগ করার পর এক ফাঁকে পর্যটকরা সময় করে সার্কাস দেখার আনন্দ নিতে পারবে এবার।ঝাড়গ্রাম শহরের জামদা এলাকার পৌর ময়দানে অনুষ্ঠিত হয়েছে উজালা সার্কাস।শুক্রবার সন্ধ্যা বেলায় সার্কাসের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা।সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি,ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, ভাইস চেয়ারম্যান সুখী সরেন,বিনপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক চুনিবালা হাঁসদা,এছাড়াও ঝাড়গ্রাম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর।

উদ্বোধনী অনুষ্ঠানে এসে মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন,”পুজোর আগে এই সার্কাসের যথেষ্ট গুরুত্ব রয়েছে.দর্শনার্থীরা প্রতিমা দর্শনের পাশাপাশি সার্কাস দেখতে পাবে এবং দূর দূরান্তের যে সমস্ত পর্যটকরা বেড়াতে এসেছে তারা ওই সার্কাসের আনন্দ উপভোগ করতে পারে”।বীরবাহা আবেগপ্রবণ হয়ে বলেন,”সেই ছোট্টবেলায় সার্কাস দেখেছিলাম আজ বহুদিন পর আবার সার্কাস দেখার সুযোগ পেলাম”।
