
চন্দ্রকোনা 1 লা ডিসেম্বর:
এক বছরে দ্বিতীয়বার স্টোরেজ ভাড়া বৃদ্ধি হওয়ায় ক্ষোভে রাজ্য সড়কে আলু ঢেলে বিক্ষোভে অবরোধ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির।সমিতির অভিযোগ বারংবার আবেদন করা সত্ত্বেও বছরে দুবার স্টোরেজ ভাড়া বৃদ্ধি করেছে, যার জেরে চরম ব্যবসায় ক্ষতি হচ্ছে আমাদের।অবিলম্বে জিও প্রত্যাহার না করলে আমাদের আন্দোলন চলবে।

এবার আলু ঢেলে বিক্ষোভ আলু ব্যবসায়ীদের। মূলত পশ্চিম মেদিনীপুর জেলা প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উদ্যোগে কোল্ড স্টোরেজের ভাড়া বাড়ানো, সরকারের নির্ধারিত বেঁধে দেওয়া আলুর দাম কমানো, আলুর উপর সরকারের একাধিক পদক্ষেপ এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করে।এইদিন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার গাছশীতলা মোড়ে আলু ব্যবসায়ী সমিতির চন্দ্রকোনা টাউন ইউনিটের সদস্যরা রাস্তায় আলু ফেলে অবরোধ বিক্ষোভ দেখায়।যার জেরে গাছশীতলা মোড়ে রাজ্য সড়কে দেখা দেয় যানজট।আলু ব্যবসায়ীদের দাবি বর্তমানে কোল্ড স্টোরে যে আলু মজুত রয়েছে সেই কোল্ড স্টোরেজের ভাড়া বাড়িয়ে দিয়েছে সরকার।আগে ভাড়া ছিল এক বস্তায় ১০৩ টাকা ৬৫ পয়সা, বর্তমানে সেই ভাড়া হয়েছে ১১৩ টাকা ৭৬ পয়সা।এছাড়াও আলুর উপর সরকার যে নির্ধারিত দাম বেঁধে দিয়েছে তার দাম বাড়াতে হবে।এমনই একাধিক অভিযোগ তুলে আলু ব্যবসায়ী সমিতির এই অবরোধ বিক্ষোভ বলে জানাগেছে।

এ বিষয়ে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির উপদেষ্টা বিভাস দিয়ে বলেন,”গত মার্চ মাসে কোল্ড স্টোরেজে আলু রাখার জন্য ভাড়া বৃদ্ধি করেছে।আবার নতুন করে ভাড়া বৃদ্ধি করলো স্টোরেজ কর্তৃপক্ষ।যার জেরে আলু ব্যবসায় আমরা চরম ক্ষতি দেখতে পাচ্ছি। আমরা এই নিয়ে বহুবার আবেদন নিবেদন করেছি স্টোরেজ কর্তৃপক্ষের কাছে কিন্তু ওরা কোন কথাই শুনছে না।

একদিকে সরকারি নির্ধারিত মূল্যে আলু বিক্রি হচ্ছে অন্যদিকে স্টোরেজের টাকা বৃদ্ধি হওয়ায় আমাদের অবস্থা শোচনীয়।তাই আমরা আজ বাধ্য হয়েই প্রতিবাদে সামিল হয়েছি।