
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
এবার সংস্থা গঠন করেই অভিযানে নামলো পশ্চিম মেদিনীপুর ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার
অ্যাসোসিয়েশন।অপরিচ্ছন্ন ক্লাব ঘরে রক্ত পরীক্ষা সেই সঙ্গে রক্ত পরীক্ষার টেস্ট জমা নিচ্ছে কতিপয় ব্যক্তি।সেই ভিডিও নিয়ে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ এসোসিয়েশনের।যদিও অভিযোগ অস্বীকার মেদিনীপুর স্ক্যান সেন্টার কর্তৃপক্ষের।

একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের রক্ত সংগ্রহ চলছে একটি নোংরা অপরিচ্ছন্ন ক্লাব ঘরে,যা নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ পশ্চিম মেদিনীপুর
ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। মূলত এই এসোসিয়েশনের অভিযোগ ছিল মেদিনীপুর জেলা জুড়ে রমরমিয়ে চলছে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার এবং সেইসঙ্গে বিভিন্ন সেন্টারের অবৈধ কার্যকলাপ।সে বিষয়ে তারা তড়িঘড়ি একটি সংস্থা গঠন করেন যেই সংস্থা থেকে বড় অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক সহ জেলার প্রশাসনের আধিকারিক কে এ বিষয়ে একটি অভিযোগ পত্র জানানো হয়।এই ঘটনার প্রেক্ষিতেই তারা এবার অভিযানে নামলো জেলা জুড়ে।

যেখানে তারা একটি ভিডিও প্রকাশিত করেছে যে ভিডিওতে দেখা গেছে মেদিনীপুর স্ক্যান সেন্টার নামক একটি ডায়াগনস্টিক সেন্টার এর রক্ত সংগ্রহ করার জন্য একটি অপরিচ্ছন্ন নোংরা ক্লাব ঘরকে বেছে নেওয়া হয়েছে।যার মধ্যে নিয়ম-নীতি অনুযায়ী নেই কোন ফ্রিজিং ব্যবস্থা এবং নেই তার যাবতীয় ক্রাইটেরিয়া।এর ফলে এই অ্যাসোসিয়েশনের মানুষজন কবে ফেটে পড়েন তারা হাতেনাতে ধরে তার ভিডিও বানান।এর পরই তারা বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক কে একটি স্মারকলিপি জমা দেন তাতে তারা উল্লেখ করেন এই ধরনের ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার।এই দিন সেই কপি দেওয়ার পর তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন এবং সেখানেই তারা তাদের অভিযোগ ব্যক্ত করেন।

যদিও এ বিষয়ে মেদিনীপুর স্ক্যান সেন্টারের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়।কর্তৃপক্ষের তরফ থেকে বিশ্বনাথ রায় বলেন ওই ব্যক্তি বা ওই ক্লাব ঘরে তাদের কোন রূপ রক্তের টেস্ট বা পরীক্ষা অথবা সংগ্রহ করার অনুমতি দেওয়া হয়নি।যিনি করছেন বা যারা করছেন তাদেরকে তিনি চেনেন না।তাদের বিরুদ্ধে আইনিভাবে পদক্ষেপ নেওয়ার ও আশ্বাস দেন।