Maobadi Surrender: আত্মসমর্পণ কমান্ডার অনন্ত সহ 11 মাওবাদী!89 লক্ষ টাকা মাথার দাম

Share

মেদিনীপুর 29 সে নভেম্বর:

বড় খবর!শনিবার অস্ত্র ও বিস্ফোরক সহ আত্মসমর্পণ করলেন ১১ জন মাওবাদী নেতা-কর্মী। তাঁদের মাথায় মোট দাম ছিল ৮৯ লক্ষ টাকা।গঢ়চিরৌলীর পরে এ বার গোন্ডিয়া জেলা।মাওবাদী দমনে আবার বড় মাপের সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ।

এবার বড়সড় সাফল্য পেল পুলিশ।লাগাতার মাওবাদীদের অভিযানে কোণঠাসা মাও রা।বিভিন্ন জায়গায় আত্মসমর্পণ করছে তারা।সূত্র অনুযায়ী অনেকে সময় চেয়েছে আত্মসমর্পণের জন্য।এরই মধ্যে পুলিশ জানিয়েছে,আত্মসমর্পণকারীরা প্রত্যেকেই নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী)র সশস্ত্র শাখা পিএলজিএ (পিপলস লিবারেশন গেরিলা আর্মি)র ‘দারেকাসা দলমে’র সদস্য।তাঁদের মধ্যে রয়েছেন পিএলজিএ-র প্রথম সারির কমান্ডার বিনোদ সায়ানা ওরফে অনন্ত। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। মহারাষ্ট্র পুলিশের ডিআইজি (গঢ়চিরৌলী রেঞ্জ) অঙ্কিত গোয়েল শনিবার এক সাংবাদিক বৈঠকে হাজির করেন আত্মসমর্পণকারী মাওবাদীদের।গত ১৪ অক্টোবর ৬০ জন সহযোদ্ধাকে নিয়ে মহারাষ্ট্রের গঢ়চিরৌলীতে আত্মসমর্পণ করেছিলেন দেড় দশক আগে নিহত মাওবাদী নেতা মাল্লোজুলা কোটেশ্বর রাও ওরফে কিষেণজির ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও।

শনিবার আত্মসমর্পণকারী অনন্ত তাঁরই ঘনিষ্ঠ বলে পরিচিত। ৪০ বছরের অনন্তের নেতৃত্বে ‘দারেকাসা দলম’ গত কয়েক বছরে মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চল এবং তার লাগোয়া ছত্তীসগঢ়ের অবুঝমাঢ়ের জঙ্গলে নিরাপত্তা বাহিনীর উপর একের পর এক হামলা চালিয়েছে বলে অঙ্কিতের দাবি।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in