
নিজস্ব প্রতিনিধি,কেশিয়াড়ি:
মাথা ব্যথা যখন সেই রেলগেট! এবার রেলগেটে আটকে মৃত্যু হল খোদ অবসরপ্রাপ্ত রেল কর্মীর।যা ঘিরে চাঞ্চল্য কেশিয়াড়ি এলাকায়।যদিও এই ঘটনার পরে ক্ষুব্ধ এলাকার মানুষজন ওভারব্রিজের দাবিতে সরব হন। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

রেলগেটে আটকে চিকিৎসা না পেয়ে মর্মান্তিক মৃত্যু হলো এক অবসরপ্রাপ্ত রেল কর্মীর যা নিয়ে এলাকায় চাঞ্চল্য।মূলত রবিবার সকালে বাড়ির বাথরুমে পড়ে গুরুতর অসুস্থ হন বেলদার ওই অবসরপ্রাপ্ত এক রেল কর্মী।এরপর পরিবারের লোকজন টোটোতে করে হাসপাতালে নিয়ে যাওবার সময় বেলদা কেশিয়াড়ি মোড় রেলগেটে দীর্ঘক্ষণ আটকে পড়ে থাকেন।বাড়ির লোকেদের অভিযোগ এই রেল গেটে আটকে পড়ার কারণেই চিকিৎসা না পেয়ে পথেই মর্মান্তিক মৃত্যু হয় ওই রেল কর্মীর।মৃতের নাম মনিন্দ্র নাথ সরঙ্গি,বাড়ি বেলদা থানার অন্তর্গত নবোদয় পল্লী এলাকায়। এলাকাবাসীর অভিযোগ,”বেলদা কেশিয়াড়ি রাজ্য সড়কের রেল গেটের উপর ওভার ব্রিজ না থাকার কারণে প্রতিদিন নানান সমস্যার সম্মুখীন হতে হয় পথচারী থেকে শুরু করে স্থানীয়দের।

যার ফলে এক প্রকার ভোগান্তির শিকার হচ্ছেন বেলদা বাসী।এদিনও দীর্ঘক্ষণ রেলগেট আটকে থাকার কারণে চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত রেল কর্মী মনীন্দ্রনাথ সরঙ্গির।মনীন্দ্রনাথ বাবুর এক সহকর্মী জানান,”সকালে বাথরুমে গিয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মণীন্দ্র।তাঁকে চিকিৎসার জন্য টোটোতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেলদা কেশিয়াড়ী মোড়ে ২৪ নম্বর রেলগেট বন্ধ থাকার কারণে, সেখানেই প্রায় কুড়ি মিনিট অপেক্ষা করতে হয়।যার ফলে হাসপাতালে আনতে অনেকটাই দেরি হয়। হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।এই ঘটনার পর বেলদা কেশিয়াড়ি মোড় রেলগেটের উপর ওভার ব্রিজ নির্মাণের দাবি জোরালো হয়েছে।

রেল গেটের ওপারেই রয়েছে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতাল।যার কারণে অনেক রোগী গেটে আটকে পড়ায় সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনা ঘটে।দ্রুত ওভারব্রিজ নির্মাণের দাবি তুলেছেন এলাকার মানুষ।