Karate Championship: 27 th স্টেট ক্যারাটে 2025 এ চ্যাম্পিয়ন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন শিক্ষার্থীরা!ঝুলিতে গোল্ড,সিলভার, ব্রোঞ্জ মিলিয়ে 22 টি মেডেল

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

দুদিন ব্যাপী স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলো মেদিনীপুরের ২২ জন খুদে ক্যারাটে প্রতিযোগী।৯ টি সোনার মেডেল ৮ টি রূপার,পাঁচটি ব্রোঞ্জ মেডেল মিলিয়ে মোট ২২টি মেডেল তাদের ঝুলিতে। মেদিনীপুরে ফিরতেই তাদের সম্বর্ধনার ব্যবস্থা করলো জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশন।

এবার স্টেট লেভেলে ক্যারাটে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো মেদিনীপুর ক্যারাটে প্রতিযোগিরা যা নিয়ে খুশির হাওয়া মেদিনীপুর জুড়ে।মূলত ১৮-২০ ই এপ্রিল এই দুদিন শিলিগুড়ির দিল্লি পাবলিক স্কুলে এই ২৭ তম রাজ্য ক্যারাটে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল।যেখানে ভিন্ন রাজ্যের প্রায় এক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে।যেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি হানসি প্রেমজিত সেন ও আন্তর্জাতিক কোচ,বিচারক ও সম্পাদক হানসি জয়দেব মন্ডল।এই প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুর থেকে মোট ৩১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল।এই ক্যারাটের কাতা ও কুমিতে দুটি বিভাগে মোট ২২ জন প্রতিযোগী পদক অর্জন করে।সোমরাজ পান্ডে,প্রিয়াংশু দাস সহ মোট ৯ জন প্রতিযোগী পাই গোল্ড মেডেল, অন্যদিকে প্রকৃত মিস্ত্রি,লাবণ্য জানা সহ মোট ৮ প্রতিযোগী পাই রৌপ্য পদক।

পাশাপাশি অরিষ গোস্বামী, সোমরিদ্ধি দাস সহ মোট পাঁচজন প্রতিযোগী পাই ব্রোঞ্জ মেডেল।এই ঘটনায় উৎসাহ ছড়িয়ে পড়ে মেদিনীপুর জুড়ে। এরপর তারা বাড়ি ফিরে এলে জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এদিন তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলা ক্যারাটে এসোসিয়েশনের সম্পাদক রাসবিহারী পাল জাতীয় কোচ ও বিচারক এবং উপস্থিত ছিলেন শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র,অনুপ কুমার ব্যানার্জি প্রমূখ।

পাশাপাশি উপস্থিত হয়েছিলেন জেলা ক্যারাটে কোচেরা তারা হলেন দেবশঙ্কর বেরা,শুভজিৎ চক্রবর্তী,সুরজিৎ দাস,ব্রিজেশ প্রজাপতি,তন্ময় কুমার মাইতি,শেখ আব্দুল,অরূপ কুমার সৌতিরঞ্জন মল্লিক সহ প্রমুখেরা।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সাংবাদিকদেরও সংবর্ধিত করা হয়।


এ বিষয়ে জেলা ক্যারাটে এসোসিয়েশনের সম্পাদক রাজবিহারী পাল বলেন,”এখন ব্যাঙের ছাতার মতো এক ও একাধিক ক্যারাটে সংস্থা গজিয়ে উঠছে জেলাও রাজ্যে।তাই অভিভাবকদের সতর্ক সচেতন হয়ে তাদের ছেলেমেয়েদের এই সংস্থায় ভর্তি করাতে হবে।পাশাপাশি তিনি এও বলেন জেলায় এই খুদেরা গোল্ড সিলভার ব্রোঞ্জ এনে জেলার মান উজ্জ্বল করেছে।




Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in