
নিজস্ব প্রতিনিধি,বেলদা :
ছাত্র – শিক্ষক সম্পর্ক মধুর তাই না স্যার না ম্যাডাম বদলে দাদা – দিদি সম্বোধনে সাবলীল মেলা মেশা রুটিন, ক্লাসরুম,শৃঙ্খলা,পরীক্ষা র বাঁধাধরা ছক ভেঙ্গে প্রাণে প্রাণে মিল করে অনুষ্ঠিত হলো ভগবতী দেবী শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের দুদিন ব্যাপী শীতকালিন আবাসিক শিবির।এইদিন নাচ,গান, নাটক, মূকাভিনয়,বিজ্ঞান,ছড়া – গড়া,সৃজনশীল কাজের উপস্থাপনার মাধ্যমে ছাত্র – ছাত্রীরা মেতে ওঠে

খাকুড়দার ভগবতী দেবী পিটিটিআই এর পরীক্ষাগার বিদ্যালয় (laboratory school) ভগবতী দেবী শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার শেষে দুদিন ব্যাপী শীতকালিন আবাসিক শিবিরের আয়োজন করে এই টিচার্স ট্রেনিং কলেজ টি। দু-দিন ধরে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ ছিল মুখর। ধিতাং ধিতাং বোলে নাচের তালে সমবেত নৃত্যের মাধ্যমে বার্ষিক পরীক্ষার চাপ মুক্তি ও ছকভাঙা সমবেত ও দলগত নানা কাজের মাধ্যমে ছাত্র – শিক্ষক সম্পর্ক হয় মধুর।স্যার – ম্যাডাম নয় দাদা – দিদি সম্বোধনে সাবলীল মেলা মেশা রুটিন, ক্লাসরুম,শৃঙ্খলা,পরীক্ষা র বাঁধাধরা ছক ভেঙ্গে প্রাণে প্রাণে মিল করে দেয় চেয়ার আর বেঞ্চ কে।গান,নাচ,নাটক,মূকাভিনয়,বিজ্ঞান,ছড়া – গড়া,সৃজনশীল কাজের উপস্থাপনার মাধ্যমে ছাত্র – ছাত্রীদের সুপ্ত প্রতিভা বিকাশের উৎস হয়ে ওঠে এই শিবির।প্রতি বছর এই শিবির আয়োজনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই শিক্ষক শিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ সিদ্ধার্থ মিশ্র।