Patient Dead : চিকিৎসায় গাফিলতির অভিযোগে বন্ধ হলো রায় নার্সিং হোম!রাজ্য স্বাস্থ্য কমিশন খতিয়ে দেখে ব্যবস্থা,জানালেন স্বাস্থ্য আধিকারিক

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ!অভিযোগ জেলা শহরের রায় নামক এক বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে।জেলা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে মেদিনীপুর শহরের বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি ‘বন্ধ’ হল।রাজ্য স্বাস্থ্য কমিশন খতিয়ে দেখে ব্যবস্থা নেবে জানালেন জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সড়ঙ্গী।

মেদিনীপুর মেডিক্যাল কলেজের পর এবার চিকিৎসায় গাফিলতিতে রোগী-মৃত্যুর অভিযোগ উঠল মেদিনীপুর শহরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে!গত শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মেদিনীপুর শহরের সুপ্রাচীন ওই বেসরকারি নার্সিং হোমে মেদিনীপুর শহরের বাসিন্দা,বছর ৫২-র এক রোগীর মৃত্যু হয়। এরপরই, নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পরিজনদের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পরই ওইদিনই বিকেল ৪-টা নাগাদ ওই বেসরকারি নার্সিংহোমে শনিবার থেকেই নতুন রোগী ভর্তি বন্ধ করার নির্দেশ দিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সড়ঙ্গী।এছাড়াও ওই নার্সিং হোমে ভর্তি থাকা রোগীদের আগামী দু’দিনের মধ্যে অন্যত্র স্থানান্তরিত করার নির্দেশও জারি করেছেন জেলা স্বাস্থ্য আধিকারিক।আগামী ১৯ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য ওই বেসরকারি নার্সিংহোম বন্ধ রাখার নির্দেশও জারি করা হয়েছে জেলা স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে।প্রসঙ্গত,পেটের যন্ত্রনার উপসর্গ নিয়ে গত বুধবার এই নার্সিং হোমে ভর্তি হয়েছিল মেদিনীপুর শহরের ষ্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা ৫২ বছর বয়সী অমল গোপ।শনিবার সকালে মৃত্যু হয় অমল গোপের। তারপরই প্রাথমিক তদন্তে নেমে এই নির্দেশ জেলা স্বাস্থ্য দপ্তরের।

এইদিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, উপ মুখ্যস্বাস্থ্য আধিকারিক (১)-র নেতৃত্বে দুপুরে স্বাস্থ্য দপ্তরের একটি দল ওই নার্সিং হোমে গিয়ে প্রাথমিক তদন্ত করে এসেছে।তবে, এখনও কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলা বাকি আছে। আমরা সমস্ত রিপোর্ট-ই স্বাস্থ্য ভবনে পাঠাবো। তদন্ত শেষ না হওয়া অবধি ওই বেসরকারি নার্সিং হোম আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সহ শো-কজের উত্তর দিতে হবে।


Share

dnews.in