নিজস্ব প্রতিনিধি,নারানগড় :
৬০ নম্বর জাতীয় সড়কে যাত্রীবাহী বাসে লাগল বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে হাজির হলো পুলিশ এবং দমকল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় এর ৬০ নম্বর জাতীয় সড়কের সুপ্রিম কারখানা সংলগ্ন এলাকায়। ঘটনা ক্রমে জানা যায় দিদিভাই নামে এই বাসটি দাঁতনের সোনাকানিয়া থেকে মেদিনীপুর যাওয়ার পথে ৬০ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় এর কাছে যান্ত্রিক রুটির কারণে হঠাৎ করে আগুন লেগে যায়। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বাস ড্রাইভার বাসটিকে ওই স্থানে দাঁড় করিয়ে দিয়ে যাত্রীদের নামিয়ে দেন। বিধ্বংসী এই আগুনের ফলে আতঙ্কগ্রস্থ হয়ে পড়ে বাসের ভেতরে থাকা যাত্রীরা।পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আছেন নারায়ণগড় থানার পুলিশ খবর দেওয়া হয় দমকলে।দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে সূত্রের খবর। এই ঘটনার ফলে বাসটি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়।তবে কোন হতাহতের খবর নেই।