Bus Accident:নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ বাস লরির!আহতদের তত্ত্বাবধানে হাসপাতালে মেদিনীপুর বিধায়ক

Share

শালবনি 9 ই অক্টোবর:

মেদিনীপুর থেকে লালগড় গামী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ একটি লরির। ঘটনাটি ঘটেছে শালবনী ব্লকের চিংড়িশোল এলাকায়,আহত একাধিক। আহতদের পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

বৃহস্পতিবার মুখোমুখি বাস ও লরির সংঘর্ষে আহত হল ২৫ জন বাসযাত্রী এলাকায় উত্তেজনা। ঘটনা সূত্রে জানা যায় এইদিন মেদিনীপুর থেকে লালগড়গামী একটি বাস লালগড় ঢোকার আগে ভাদুতলা পেরিয়ে চিংড়িশোলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে এই যাত্রী বাহী বাসের দিকে সোজাসুজি চলে এলে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।এই ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের দিক। কমবেশি আহত হন বাসে থাকা জনা ২৫ বাসযাত্রী।এই ঘটনা ঘটার পরেই ঘটনাস্থলে দৌড়ে আসে স্থানীয় মানুষজন তারা এসে উদ্ধার কার্যে হাত লাগান অন্যদিকে খবর পেয়ে ছুটে আসে পুলিশ প্রশাসন। তাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।

এরপরই সেই আহতদের দেখতে তড়িঘড়ি মেদিনীপুরে ছুটে আসেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তিনি এই আহত যাত্রীদের তত্ত্বাবধানে বিশেষ ভূমিকা পালন করেন।যদিও এই সকল বাস যাত্রীদের মধ্যে নিহতের কোন খবর নেই।এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

এ বিষয়ে আহত এক যাত্রী বলেন আমরা মেদিনীপুর থেকে সারেঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিলাম।সেই সময় ভাদুতলা পেরিয়ে যাবার পর চিংড়িসোলের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লাগে।আর সেই ঘটনায় আহত হয়েছে বাসে থাকা সব কজন যাত্রী।

যদি ওই বিষয়ে তত্ত্বাবধানে থাকা তৃণমূল জেলা সভাপতি তথা এলাকার বিধায়ক সুজয় হাজরা বলেন,”নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি সংঘর্ষ ঘটিয়েছে।প্রাথমিকভাবে সকলেই কমবেশি আহত হয়েছে।তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে তারা।এখন সকলে ভালো আছে,আমরা খেয়াল রেখেছি সকলের।




Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in