College Convocation: 5th Convocation মেদিনী পুর কলেজের!গোল্ড,সিল ভার মেডেল পেলেন 76 জন পড়ুয়া

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

গুটি গুটি পায়ে পঞ্চম বর্ষ সমাবর্তন অনুষ্ঠিত হলো মেদিনীপুর কলেজ(স্বশাসিত)। এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তী সহ বিশিষ্ট গুণীজনেরা।এদিন ২০২২ সালের ১৭০৫ জন ছাত্রছাত্রী ডিগ্রি পাওয়ায় সংবর্ধিত হয় এর সঙ্গে মেডেল পান ৭৬ জন ছাত্রছাত্রী।এই অনুষ্ঠান ঘিরে মেদিনীপুর কলেজের চেহারা ছিল উৎসবমুখর।

প্রথিতযশা ও ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সাড়ম্বরে।এইদিন মেদিনীপুর কলেজের বিবেকানন্দ সভাগৃহে এই পঞ্চম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর এই সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি প্রাপক ও ডিগ্রির সঙ্গে মেডেল প্রাপকদের সম্বর্ধিত করতে উপস্থিত হয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত চক্রবর্তী,কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আশুতোষ ঘোষ এরই সঙ্গে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রাক্তন বর্তমান অধ্যক্ষরা,বিশিষ্ট গুণীজন মানুষ,প্রাক্তনী এবং কলেজ পড়ুয়ারা।

মূলত এদিন ২০২২ সালে যে সকল পড়ুয়ারা ডিগ্রী হাসিল করেছেন সেই সকল পড়ুয়ারদের সম্বর্ধিত করা হয়। এদিন ২০২২ সালে উত্তীর্ণ প্রায় ১৭০৫ জন ছাত্র-ছাত্রী ডিগ্রি পায়।যার মধ্যে স্নাতক স্তরে ১২৫৭ জন এবং স্নাতকোত্তর স্তরে ৪৪৮ জন।এদের মধ্যে এইদিন ৭৬ জন কে মেডেল দেন উপাচার্য সুশান্ত চক্রবর্তী।যদিও এদিন এই অনুষ্ঠানে সব ক্ষেত্রেই প্রধান ভূমিকা নিতে দেখা যায় বর্তমান দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ সত্য রঞ্জন ঘোষকে।এছাড়াও এই অনুষ্ঠানে সর্বত্র ভাবে সাহায্য করেন মেদিনীপুর কলেজের একাডেমিক কাউন্সিলের সেক্রেটারি ডক্টর তনুশ্রী পাল।


Share

dnews.in