
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
নতুন করে দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন হলো কলিজিয়েট বয়েজ স্কুলের। উদ্বোধন হলো ঘটা করে।আগামী দিনে এখানেই তৈরি হবে বিভিন্ন ধরনের প্রযুক্তি বিদ্যার স্কুল পাশাপাশি তৈরি হবে ইংরেজি মাধ্যমেরও স্কুল। ২ একর জমিতে গড়ে উঠতে চলেছে এই স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস।
মেদিনীপুর কলেজিয়েট বয়েজ হাই স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস শুরু হতে চলেছে শহরের অদূর খাস জঙ্গলে। রাজ্য সরকার কর্তৃক প্রায় দু একর জমি দেওয়া হয়েছে এই স্কুলকে।জমিতেই ভিত পুজো করা হলো বৃহস্পতিবার। স্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া চক্রবর্তী এদিন ভিত পুজো করলেন আনুষ্ঠানিকভাবে। পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অন্যান্য শিক্ষক ও প্রাক্তন ছাত্ররা।আপাতত প্রাচীর দিয়ে ঘিরে ফেলার কাজ শুরু হলো জমিতে। আগামী দিনে এখানেই তৈরি হবে বিভিন্ন ধরনের প্রযুক্তি বিদ্যার স্কুল।পাশাপাশি তৈরি হবে ইংরেজি মাধ্যমেরও স্কুল।বৃহস্পতিবার দিন পুরোহিত ডেকে জাঁকজমক পূর্ণভাবে ভিত পুজো করা হলো।এই বিদ্যালয় তৈরি হলে আশেপাশের বেশ কিছু এলাকার ছেলেমেয়েরা ব্যাপকভাবে উপকৃত হবে বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা।


এই বিষয়ে প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া বলেন, “বহুদিনের আমাদের এই আকাঙ্ক্ষিত দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনের অপেক্ষায় ছিলাম আমরা।আমরা এখানে আরো নতুন করে কিছু করার ভাবনা চিন্তা করছি।যাতে এলাকার ছেলেমেয়েদের সুযোগ দেওয়া যায় সেই সঙ্গে শিক্ষার ক্ষেত্রে উন্নতি করা যায়।এই স্কুলে সুযোগ পাবে স্থানীয় মানুষজনেরা।”
This web site is really a walk-through for all of the info you wanted about this and didn’t know who to ask. Glimpse here, and you’ll definitely discover it.