Ambulance Accident: ঘন কুয়াশার কারণে কন্টেইনার কে ধাক্কা অ্যাম্বুলেন্সের! ঘটনাস্থলে মৃত্যু চালকের,আহত চারজন

Share

নিজস্ব প্রতিনিধি,দাঁতন:

সোমবার সাত সকালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কন্টেইনারের পেছনে ধাক্কা মেরে দুর্ঘটনা গ্রস্ত হল উড়িষ্যা আগামী অ্যাম্বুলেন্স।এই ঘটনায় মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালকের,মৃতের নাম ঈশ্বরচন্দ্র সর্দার (৪০)।বাড়ি বাঁকুড়ার কোতুলপুর এলাকায়।আহত হয়েছেন এম্বুলেন্সে থাকা চারজন।

ঘটনা ক্রমে জানা গেছে চন্দ্রকোনা টাউনের তাতারপুর এলাকা থেকে অ্যাম্বুলেন্সে করে উড়িষ্যার ভুবনেশ্বর এইমসে চিকিৎসা করাতে যাচ্ছিলেন এই আহত চারজন।সোমবার সকাল সাতটা নাগাদ ঘন কুয়াশায় জাতীয় সড়কে দাঁতন থানার বামন পুকুরের কাছে একটি কন্টেনারকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে তার পেছনে ধাক্কা মেরে দুর্ঘটনা গ্রস্ত হয় অ্যাম্বুলেন্সটি। পুলিশের অনুমান ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় ঘটে এই দুর্ঘটনা।ঘটনাস্থলে মৃত্যু হয় অ্যাম্বুলেন্সের চালকের।আহত চারজনের নাম প্রিয়ব্রত রায়,সুব্রত রায়, অবিনাশ রায় ও অজয় মণ্ডল।এদের প্রত্যেকের বাড়ি চন্দ্রকোনা টাউনের তাতারপুর এলাকায়।

এই ঘটনার পর আহতদের প্রথমে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতাল ও পরে তাদের অবস্থা অবনতি হলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।পাশাপাশি দুর্ঘটনা গ্রস্থ গাড়ি দুটিকে আটক করেছে দাঁতন থানার পুলিশ।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in