
নিজস্ব প্রতিনিধি,আসানসোল:
প্রয়াত স্বাধীনতা সংগ্রামী কে বিশেষ সম্মান জানালো রানীগঞ্জ চেম্বার অফ কমার্স।মূলত পশ্চিম বর্ধমান জেলা নির্মাণের অন্যতম কারিগর গোবিন্দ রাম খৈতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার একটি অনুষ্ঠান আয়োজিত হয়।রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে গোবিন্দ রামের সম্মানে একটি বিশেষ স্মারক ডাক টিকিট এবং বিশেষ খাম প্রকাশ করা হয়।

এবার বিশেষ সম্মান প্রদর্শন করা হলো প্রয়াত স্বাধীনতা সংগ্রামী কে।এইদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঐতিহাসিক খাম এবং ডাকটিকিটের উদ্বোধন করেন আসানসোলের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পোস্ট অফিস অংশুমান।তিনি বলেন,‘যাঁরা সমাজ ও জাতির জন্য তাঁদের জীবন উৎসর্গ করেন তাঁদের প্রকৃত সম্মানের প্রয়োজন।আজ আমরা গোবিন্দ রাম খৈতানের সম্মানে একটি ডাকটিকিট প্রকাশ করে গর্বিত বোধ করছি।’এ দিন অনুষ্ঠানে ছিলেন এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত ও আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়।তাঁদের বক্তব্য,’এই জেলা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গোবিন্দ রাম।জ্যোতি বসুর মতো মুখ্যমন্ত্রীর সামনে তিনি তাঁর বক্তব্য তুলে ধরেছিলেন।সে সব আমরা কখনওই ভুলতে পারব না।’বক্তারা জানান,স্বাধীনতার পরে যখন রানিগঞ্জকে ‘সোনে কি চিড়িয়া বাজার’ বলা হতো,তখন অনেক সমস্যা ছিল।

বিশেষ করে একটি রাজনৈতিক দলের সন্ত্রাস এতটাই ছিল যে ব্যবসায়ীরা তাঁদের দোকানও খুলতে পারতেন না।কিন্তু গোবিন্দ রাম খৈতান সেই প্রতিকূল পরিস্থিতিতে ব্যবসায়ীদের অধিকারের জন্য নির্ভীক ভাবে লড়াই করেছিলেন এবং তাঁদের সংগঠিত করেছিলেন।সর্বোপরি তিনি একজন সমাজকর্মী ছিলেন।রানিগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রধান উপদেষ্টা রাজেন্দ্র প্রসাদ থৈতান,রোহিত খৈতান সহ তাঁদের পরিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তাঁদের কথায়,’আজও আমরা গোবিন্দরাম খৈতানের নীতি ও আদর্শ অনুসরণ করার চেষ্টা করে চলেছি।জেলার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল এদিন।