Fire in the Bus : হাওড়া থেকে উড়িষ্যা যাওয়ার পথে মাদপুরে চলন্ত বাসে আগুন,আহত কমপক্ষে 30 জন!সূত্র

Share

নিজস্ব প্রতিনিধি,মাদপুর :

এক বিধ্বংসী আগুনে ভস্মিভূত হল গোটা বাস। যদিও এই ঘটনায় ঘটনাস্থলে এসেছে তিনটি দমকলের ইঞ্জিন কিন্তু তার আগেই বাসটি পুড়ে ছারখার হয়ে যায়।যদিও বিরাট পুলিশ বাহিনী ঘটনা স্থলে আসে,আসে স্থানীয় মানুষজন।তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। খড়গপুরের পাশাপাশি মেদিনীপুর হাসপাতালে পাঠানো হচ্ছে তাদের। সূত্র অনুযায়ী হাওড়া থেকে উড়িষ্যা যাওয়ার পথে খড়গপুর এবং ডেবরার মাঝখানে মাদপুর নামক জায়গায় এই বাসটিতে হঠাৎই আগুন ধরে যায়। এরপরই বাস থেকে নামতে থাকে যাত্রীরা।যদিও তারা কমবেশি করে আহত হয়েছে বলেই জানা যায়।


Share

dnews.in