43 তম বর্ষে ইয়ং সোসাইটির কালী পুজো!প্রায় 250 জনকে বস্ত্র বিতরণ একজন কে ট্রাই সাইকেল প্রদান

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

সাড়ম্বরে কালীপুজোর উদ্বোধন হলো কর্নেল গোলা ইয়ং সোসাইটির। ৪৩ তম বর্ষে এই প্রায় আড়াইশো ওয়ার্ডের দুঃস্থ মানুষকে বস্ত্র দান করলেন কমিটির সদস্যরা।এরই সঙ্গে এক শারীরিক প্রতিবন্ধী মানুষকে দেওয়া হলো ট্রাই সাইকেল। উদ্যোগ নেন বিশিষ্ট সমাজসেবী অনয় মাইতি সহ এই ইয়ং সোসাইটির সদস্যরা।

রাত ফুরালে কালীপুজো কিন্তু তার আগে কালীপুজোর উদ্বোধন শুরু হয়ে গেল শহর ও জেলা জুড়ে।এইদিন ইয়ং সোসাইটির কালীপুজোর উদ্বোধন হয় সাড়ম্বরে।উদ্বোধন করেন কুমফু ট্রেনার তপন পণ্ডিত। তার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেন গায়িকা অদিতি সাহা,আইনজীবী তীর্থঙ্কর ভকত,সুরজিৎ দাস,সমাজসেবী অনয় মাইতি,সরোজ দাস সহ বিশিষ্টজনেরা।এই দিন এই পুজো উদ্বোধন উপলক্ষ্যে এক বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। যদিও প্রথম প্রথম বস্ত্র তুলে দেওয়া হয়েছিল সামর্থ্য মতো দশ জন,বিশ জন এবং ৫০ জনের হাতে।তবে এবারে সর্ববৃহৎ প্রায় ২৫০ মানুষকে বস্ত্র তুলে দেন এই সোসাইটির সদস্যরা।

এই ইয়ং সোসাইটির অন্যতম সদস্য নয় মাইতি বলেন মানুষের পাশে দাঁড়ানোই আমাদের উদ্দেশ্য।তা পায় ৪৩ বছরে পড়ে গেল।আমরা চাইবো প্রতি বছরই যেন মানুষের পাশে থাকতে পারি,মানুষের কাজে লাগতে পারি।আমাদের এই পুজো নজর কেড়েছে জেলায় এবং এলাকার মানুষও এসে হাজির হয়েছেন আমাদের পুজোয়।


Share

dnews.in