
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
কালীপূজা শুরু হয়ে গেল বললেই চলে। যদিও কিছু মন্ডপে এখন চলছে তার শেষ প্রস্তুতি।তবে শহরের কাঁথকালির কালী মা,মোটা কালি বা বৃহৎ কালী এবং অন্যান্য কালি থেকে একটু আলাদা।কথিত আছে ৪০০ বছর ধরে দেওয়ালে অর্থাৎ কাঁথে অবস্থান করছে কালি মা। তাই এর নাম কাঁথকালি।ফল-মূল নৈবিদ্যের সঙ্গে ছাগ বলির আয়োজন হয় মায়ের পুজোয়। বিভিন্ন মনস্কামনা নিয়ে দূর দূরান্তের মানুষ ছুটে আসে এই কালী মায়ের কাছে এবং সফল হয়ে ফিরে যায় তারা এই মন্দির থেকে। ভারত সেবাশ্রমের স্বামীজি মিলানানন্দজীর হাত ধরে এই পূজোর উদ্বোধন হয় এইদিন।এছাড়াও এই উদ্বোধন উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।প্রায় ৫২ জন দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেন বিশিষ্ট অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ সাহা,আইনজীবী গৌতম মল্লিক,ওয়ার্ড কাউন্সিলর সৃজিতা দে বকশি প্রমুখ। এছাড়াও ছিলেন মির বাজার কাঁথকালী মাতা দেশ কমিটির সদস্যরা।
কমিটির এক উদ্যোক্তা বলেন এই কালী পুজো উপলক্ষে আমাদের নানাবিধ সাংস্কৃত অনুষ্ঠান থাকে।তাছাড়া আমাদের মা খুব জাগ্রত।কোন মানুষ মনস্কামনা নিয়ে এলে বিফলে যায় না।আমরা আজকে বস্ত্র বিতরণ করলাম।
