Bazi Bazar : পুলিশ প্রশাসনের উদ্যোগে এবারে শহরে বাজি বাজার!সুলভ মূল্যে বাজি দিতে 35 টি স্টল

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

নিষিদ্ধ শব্দবাজির কেনাবেচা রুখতে এবং একই স্থানে গ্রীন আতশবাজি বাজার।বাজি কেনাবেচায় পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগ। মেদিনীপুর পুরসভার সহযোগিতায় আয়োজন করা হল গ্রীন বাজি বাজারে বসলো ৩৫ টি স্টল।

মেদিনীপুর শহরের গান্ধীঘাটে পসরা সাজিয়ে বসল গ্রীন বাজি বিক্রেতারা।বৃহস্পতিবার দুপুরে এই বাজি বাজারের উদ্বোধন করেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান,কোতোয়ালী থানার আইসি আতিবুর রহমান।সৌমেন খান জানান একই জায়গায় মানুষ যাতে সরকারি অনুমোদিত সব রকম গ্রীন বাজি কেনাকাটা করতে পারেনএবং দুর্ঘটনা এড়াতে জেলা পুলিশ প্রশাসনের এই উদ্যোগ।আজ থেকে কালী পূজো পর্যন্ত চলবে এই গ্রীন বাজি বাজার।থাকছে বিভিন্ন গ্রীন বাজির ৩৫ টি স্টল।


Share

dnews.in