Birendranath Sasmal : মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে মুকুটহীন সম্রাট’ বীরেন্দ্রনাথ শাসমল কে দেশপ্রাণ স্মরণ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘মেদিনীপুরের মুকুটহীন সম্রাট’ দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ৯০ তম প্রয়াণ দিবস।উদ্যোক্তা মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিট।এইদিন ভারতের স্বাধীনতা আন্দোলনে দেশপ্রাণের বহুমুখী ভূমিকা নিয়ে আলোচনা করেন ইউনিট সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা সহ অন্যান্যরা।

মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘মেদিনীপুরের মুকুটহীন সম্রাট’ দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ৯০ তম প্রয়াণ দিবসে।এই উপলক্ষ্যে শুক্রবার সকালে মেদিনীপুর জজকোট প্রাঙ্গনে অবস্থিত দেশপ্রাণের মর্মর আবক্ষ মূর্তিতে সমন্বয় সংস্থার পক্ষে মাল্যদান করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রাক্তন অধ্যাপক মন্টুরাম জানা,আঞ্চলিক ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা। পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন টাউন আঞ্চলিক ইউনিটের সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অমিত কুমার সাহু, ইউনিটের সহ-সভাপতি অমিতাভ দাস, সহ-সম্পাদক তারাপদ বারিক,দেবীপ্রসাদ নন্দী, সদস্য সুদীপ কুমার খাঁড়া, বিশ্বজিৎ সাহু, অরিন্দম ভৌমিক ও সদস্যা সোনালী ঘাঁটা প্রমুখ। ভারতের স্বাধীনতা আন্দোলনে দেশপ্রাণের বহুমুখী ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন ইউনিট সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা।পাশাপাশি এদিন অরিন্দম ভৌমিকের উদ্যোগে মেদিনীপুর ডট.ইনের পক্ষ থেকেও দেশপ্রাণকে শ্রদ্ধা জানানো হয়।


Share

dnews.in