Durga Bharat Samman : “দুর্গা ভারত”পুরস্কারে ভূষিত ঘাটালের প্রাক্তন সামরিক অফিসার ডাঃ উজ্জ্বল কুমার ঘটক! খুশি ঘাটালের মানুষ

Share

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল :

রাজ্যের রাজ্যপাল দ্বারা “দুর্গা ভারত”সম্মানে ভূষিত ঘাটালের প্রফেসর ডক্টর উজ্জ্বল ঘটক। মূলত সমাজে বিশেষ অবদানের জন্যই তাকে এই সম্মানে ভূষিত করে রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই সম্মান পেয়ে যেমন তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তেমনি ঘাটালের সকল মানুষ অভিনন্দন জানিয়েছেন এই প্রাক্তন সেনা কর্তাকে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাজের বিকাশে বিশেষ উদ্যোগকে সম্মান করে চালু হয়েছে দুর্গা ভারত সম্মান।এই সম্মান রাজ্যের রাজ্যপাল দ্বারা দেওয়া হয়েছে এই বছর।অনেকের সাথে এই সম্মানে ভূষিত হন ঘাটালের প্রফেসর ডাঃ উজ্জ্বল কুমার ঘটক যিনি একজন প্রাক্তন সামরিক অফিসার।গত দু দিন আগে রাজভবনে গিয়ে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল কর্তৃক “দুর্গা ভারত” পুরস্কারে ভূষিত হয়েছেন।মূলত এই অধ্যাপক ঘটক হলেন সেন্টার ফর ডিফেন্স স্টাডিজ প্রতিষ্ঠার মূল ব্যক্তি। যার দ্বারা সারা ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যরা একাডেমিক এবং গবেষণার উন্নয়নের জন্য উপকৃত হয়েছেন।এছাড়াও তিনি নিঃস্বার্থভাবে বেশ কিছু যুদ্ধে মারা যাওয়া সৈন্যর স্ত্রীদের এবং তাদের পরিবারের সদস্যদের উচ্চশিক্ষা এবং একাডেমিকভাবে ক্ষমতায়িত হতে সাহায্য করেছেন।

অপরদিকে অধ্যাপক ঘটক একজন সমাজকর্মী এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রাক্তন প্রার্থী।তিনি পশ্চিম মেদিনীপুর জেলার মাটির সন্তান।এই সম্মানে ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে সমগ্র মেদিনীপুর জেলার নাগরিক,প্রাক্তন সৈনিক ইউনিয়ন ও সাধারণ মানুষ।কর্নেল পার্থো বারিক যিনি “Writers Building”-এ পশ্চিমবঙ্গ সরকারের সম্মানিত সচিব তিনিও রাজভবনের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন এবং সমস্ত ভারতের প্রতিরক্ষা সংস্থা এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের সুবিধাভোগীদের প্রতি তাঁর পরিষেবার জন্য অধ্যাপক উজ্জ্বল ঘটককে অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে সব ক্ষেত্রে এই দুর্গা ভারত সম্মান দেওয়া হয় সেগুলি হল যথাক্রমে – শিল্পর ক্ষেত্রে (সংগীত,চিত্রকলা,ভাস্কর্য,ফটোগ্রাফি,সিনেমা, থিয়েটার,উপজাতীয় শিল্পকলা,লোকশিল্প,অন্য শিল্প ইত্যাদি)।সামাজিক কাজ (সমাজ সেবা,দাতব্য সেবা,সম্প্রদায় প্রকল্পে অবদান ইত্যাদি)।পাবলিক অ্যাফেয়ার্স (আইন,জনজীবন,ইত্যাদি)।বিজ্ঞান ও প্রকৌশল (স্পেস ইঞ্জিনিয়ারিং,নিউক্লিয়ার সায়েন্স, তথ্যপ্রযুক্তি,গবেষণা ও উন্নয়ন বিজ্ঞান ও সহযোগী বিষয় ইত্যাদি)।বাণিজ্য ও শিল্প (ব্যাঙ্কিং,অর্থনৈতিক কার্যকলাপ,ব্যবস্থাপনা,পর্যটনের প্রচার,ব্যবসা ইত্যাদি)। এছাড়াও মেডিসিন (চিকিৎসা গবেষণা,আয়ুর্বেদ,হোমিওপ্যাথি,সিধা,অ্যালোপ্যাথি, প্রাকৃতিক চিকিৎসা ইত্যাদির)।সাহিত্য ও শিক্ষা (সাংবাদিকতা,শিক্ষাদান,বই রচনা,সাহিত্য,কবিতা, শিক্ষার প্রচার,সাক্ষরতার প্রচার,শিক্ষা সংস্কার ইত্যাদি)।সিভিল সার্ভিস(সরকারি কর্মচারীদের দ্বারা প্রশাসনে পার্থক্য/উৎকর্ষতা সহ)।খেলাধুলো(জনপ্রিয় খেলাধুলো,অ্যাথলেটিক্স,অ্যাডভেঞ্চার,পর্বতারোহণ, খেলাধূলার প্রচার,যোগা ইত্যাদি)।তবে তার সঙ্গে ছিল অন্যান্য ক্ষেত্রে (তালিকাভুক্ত নয় অথচ ভারতীয় সংস্কৃতির প্রচার,মানবাধিকার সুরক্ষা,বন্যজীবন সুরক্ষা/সংরক্ষণ ইত্যাদি)


Share

dnews.in