Dalmiya Bharat: ডালমিয়া ভারত ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান!সার্টিফিকেট পেলেন 140 জন

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুরের কুইকোটায় অবস্থিত ডালমিয়া ভারত ফাউন্ডেশনের “ডালমিয়া স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট” এর উদ্যোগে অনুষ্ঠিত হলো সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে এই ইনস্টিটিউট এর জেনারেল ডিউটি এসিস্ট্যান্ট কোর্সের ৩০ জন,অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রিসিয়ান কোর্স এর ৩০ জন,কাস্টমার রিলেসনশিপ ম্যানেজমেন্ট এর ৩০ জন,ফুড এন্ড বেভারেজ (স্টেওয়ার্ড )এর ২৫ জন,’বস ব্রিজ’- এর ২৫ জন,মোট ১৪০ শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

মূলত এইদিন এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থা এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডালমিয়া সিমেন্টের সি এস আর হেড সুধীর রঞ্জন মোহান্তি,রিজিওনাল ম্যানেজার শ্যাম সুন্দর সুয়ার,কাশী জোড়া গ্রাম পঞ্চায়েত ডলি সিংহ,তলকুই গ্রাম পঞ্চায়েত সদস্যা রীতা মাইতি ও সবিতা কারক,বিদ্যুৎ ইলেকট্রনিক্স এর কর্ণধার বিদ্যুৎ রায়,ধান্যশোল জেএসএম উচ্চ-বিদ্যালয়ের শিক্ষক শান্তনু ঘোষ,দীক্ষা ইনস্টিটিউট-এর সেন্টার ম্যানেজার ইরসাদ আলম আনসারী,জিডিএ ট্রেনার সুস্নেহা রায়,অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রিসিয়ান ট্রেনার সুধীন চক্রবর্তী,কমিউনিটি মোবিলাইজার ঋত্বিক ভুঁইয়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। দীক্ষা বা ডালমিয়া ইনস্টিটিউট অফ নলেজ এন্ড স্কিল হারনেসিং এর মাধ্যমে ডালমিয়া ভারত ফাউন্ডেশনের পক্ষ থেকে ধারাবাহিক ভাবে স্থানীয় বাছাই করা কিছু যুবক-যুবতীকে স্বনির্ভর করার লক্ষ্যে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেওয়ার লক্ষ্যে নানা ধরনের স্কিল বিষয়ে স্বল্পমেয়াদী ট্রেনিং দেওয়া হয় এবং তাদের বিভিন্ন স্কিল সম্পর্কে সচেতন করা হয়।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in