
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
মেদিনীপুরের একটি হোটেলে দেবী দুর্গা হার্ডওয়ার এর পক্ষ থেকে প্রোমোটার ও ডেভলপার মিট ২০২৫। মেদিনীপুরের পাঁচ উদ্যোগপতি কে করা হলো পুরস্কৃত।উপস্থিত হয়েছিলেন Dulux কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার কৌশিক সেনগুপ্ত,এরিয়া ম্যানেজার সোহম দাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গৌতম হালদার সহ অন্যান্যরা। পুরো অনুষ্ঠানের দায়িত্ব পালন করেন দেবী দুর্গা হার্ডওয়ারের কর্ণধার দীপক কুমার দাস ভৌমিক।

প্রতিবছরের মত এবছর ও দেবী দুর্গা হার্ডওয়ারের উদ্যোগে প্রোমোটার ও ডেভলপারদের গেট টুগেদার শহরে।এদিন মেদিনীপুর শহরের একটি হোটেলে এই গেট টুগেদারের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হয়েছিলেন Dulux কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার কৌশিক সেনগুপ্ত,এরিয়া ম্যানেজার সোহম দাস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গৌতম হালদার সহ অন্যান্যরা।এই দিন প্রথমে এই Dulux কোম্পানির রং নিয়ে দেবী দুর্গা হার্ডওয়ারের কর্ণধার দীপক দাস ভৌমিক আলোচনা করেন প্রোমোটারদের এবং developer দের সাথে।এরপরে দেবী দুর্গা হার্ডওয়ার এর পক্ষ থেকে এবছর কোম্পানির সাফল্যের জন্য বেশ কয়েকজন উদ্যোগ পতিদের পুরস্কৃত করা হয়।

এরা হলেন সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুপ সিং কে,ব্যানার্জি কনস্ট্রাকশন এর পক্ষ থেকে অশোক ব্যানার্জিকে,আমন কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আনোয়ার আলীকে,কালি কন্সট্রাকশনের পক্ষ থেকে সৌরভ কালী কে এবং The 69 এর পক্ষ থেকে বিশ্বনাথ ঘোষ কে। এদের সবাইকে পুরস্কৃত করেন Dulux কোম্পানির রিজিওনাল সেলস ম্যানেজার কৌশিক সেনগুপ্ত।এছাড়াও বিশিষ্টজনের পাশাপাশি এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অরুণ চৌধুরী সহ অন্যান্যরা।


এ বিষয়ে উদ্যোক্তা দেবী দুর্গা হার্ডওয়ারের কর্ণধার দীপক দাস ভৌমিক বলেন,”আমরা প্রতিবছরই এই বছরের একটা দিন গেট টুগেদারের আয়োজন করি।যেখানে শহরের বেশ কিছু বিশিষ্ট মান্যগণ্য ব্যক্তিরা সেইসঙ্গে এই প্রোমোটার আর ডেভলপার উপস্থিত হয়।আমরা তাদের ভালো কাজের জন্য পুরস্কৃত করি,সেই সঙ্গে একসাথে আনন্দ উৎসবে মেতে উঠি।এটা দীর্ঘদিনের কর্মসূচি।