হার মেনেছে সন্তোষ মিত্র স্কোয়ার! টিনএজ এবং তরুণ তরুনীদের ভিড়ে নজর কাড়লো বিধান নগর মাঠ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

এবছর কল্যাণী সর্বোচ্চ মণ্ডপ ছাড়াও ভিড়ে নজর কেড়েছে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার।কিন্তু এই ভিড়ে কম যায়নি মেদিনীপুর। সকাল থেকে দুপুরে মেদিনীপুরের বিধান নগর মাঠে ভিড় নজর কাটল গোটা জেলার।তরুণ তরুণী ইয়ং প্রজন্ম এরই সঙ্গে শাড়ী পরা নব্য অষ্টাদশীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।তরুণীরা যেমন নিজস্ব বান্ধবীদের নিয়ে শাড়ি পরে উপস্থিত হয়েছি।

তেমন ছিল ও তাদের নতুন সঙ্গী ও বন্ধু-বান্ধবীদের নিয়ে। তবে এক্ষেত্রে তরুণ ইয়াংরা কম যায়নি।ধুতির কোচ ধরে হাজির হয়েছিল তারা। প্রত্যেকের মোবাইল ছাড়াও ডিএসএলআর ক্যামেরা নিয়ে হাজির হয়েছে নিজস্ব ছবি তুলতে।আর সেই ছবি তোলা হয়েছে ছাদ থেকে।আর সেই ছবি এখন ভাইরাল গোটা সোশ্যাল মাধ্যমে।


Share

dnews.in