পিতৃপক্ষ শেষ হওয়ার আগে পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর, এ কোন যুগে বাস করছি আমরা! দিলীপ ঘোষ

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এখনো পিতৃপক্ষ শেষ হয়নি মহালয়া এখনো হাতে একদিন বাকি,ইতিমধ্যে গতকাল কয়েকশো পুজো উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মূলত ভার্চুয়ালির মাধ্যমে কলকাতা থেকে পুজোর উদ্বোধন করেন সেই উদ্বোধন মেদিনীপুরেও কয়েকটা করেন তিনি।মেদিনীপুর শহরের গণপতি নগর পালবাড়ি এলাকার সহ গড়বেতা,শালবনী ঘাটাল,দাসপুর, কেশপুরের বিভিন্ন জায়গায় তার উদ্বোধনের পুজো হয়।

তবে পিতৃপক্ষ শেষ হওয়ার আগে কি কোন পূজা উদ্বোধন হতে পারে!এটা কি বাংলার বাঙালির রীতিনীতি কে অসম্মান করছে না!কেন দেবিপক্ষ সূচনার আগেই পুজোর উদ্বোধন তা নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে ক্ষোভ সঞ্চার হয়েছে।বিশেষ করে হিন্দু শাস্ত্র অনুযায়ী এ কোনভাবেই উদ্বোধন করা যায় কি না তাও প্রশ্ন থেকে যাচ্ছে!যদিও এ বিষয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।তিনি বলেন এ কোন যুগে আমরা বসবাস করছি।বাপের জন্ম শুনিনি ঘরে বসে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী ঘর থেকেই পুজোর উদ্বোধন করছেন।

যেখানে খোদ রাজ্য সরকার ঠিক করে দিচ্ছে পুজো হবে কিনা বা কবে উদ্বোধন হবে। পুলিশ সুপাররা গিয়ে গিয়ে পূজা মন্ডপের প্রতিমা হয়নি তবু পূজার উদ্বোধন করিয়ে দিচ্ছেন জোর করে।আসলে টাকা পুজো কমিটি গুলোকে কিনে জোর করেই পুজোর উদ্বোধন করাচ্ছেন মুখ্যমন্ত্রী।


Share

dnews.in