Midnapore:আচমকা ধান ক্রয় কেন্দ্রে হানা জেলাশাসকের!খতিয়ে দেখলেন সিসিটিভি বায়োমেট্রিক

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

এবার ধান কেনা বেচা কেন্দ্রে আচমকা পরিদর্শন করলেন জেলার জেলাশাসক।মূলত ফড়েদের আটকাতে সেই সঙ্গে চাষীরা যাতে সঠিক ধানের দাম পাচ্ছেন কি না তা খতিয়ে দেখেন।পাশাপাশি চাষীদের অভিযোগ নিষ্পত্তির জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে।সেই কমিটির মাথায় রয়েছেন সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক।

এবার জেলার সেন্ট্রাল প্রকিউরমেন্ট সেন্টারে আচমকা পরিদর্শন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলী কাদরী।তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক,খাদ্য,জেলা খাদ্য ও সরবরাহ আধিকারিক এবং অন্যান্য আধিকারিকগণ।এইদিন সমস্ত ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে কড়া অবস্থান নিয়েছে জেলা প্রশাসন।এইদিন সরকারের পক্ষ থেকে সিসিটিভি, অনলাইন লেনদেন এবং বায়োমেট্রিক প্রমাণীকরণ, আর্দ্রতা মিটার সহ সমস্ত সুবিধার ব্যবস্থা করা হয়েছে। ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 2300+20 টাকা।প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে কোনরকম বাটা-কাটা যাবে না।এ ব্যাপারে যেকোনো রকম অভিযোগ এলে প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করবে।এইদিন অভিযোগ নিষ্পত্তির জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।এই কমিটির মাথায় রয়েছেন সংশ্লিষ্ট ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক।মূলত ফড়েদের আটকাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

যেকোনো ধরনের অভিযোগ থাকলে তা সরাসরি অনলাইনে অথবা সংশ্লিষ্ট বিডিও অফিস,মহকুমা শাসকের অফিস,অতিরিক্ত জেলা শাসকের অফিস,জেলাশাসকের অফিস অথবা জেলা খাদ্য ও সরবরাহ আধিকারিকের অফিসে জমা করা যাবে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in