নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
“চার ঘন্টার বেতন দিয়ে নয় থেকে ১০ ঘন্টা খাটিয়ে নিচ্ছে কেন্দ্র সরকার” এটা চলবে না।এর সঙ্গে আমাদেরকে চার ঘন্টার পরিবর্তে ৮ ঘণ্টা কাজে রাখা সঙ্গে উপযুক্ত বেতন,মেডিকেল ট্রিটমেন্ট সহ এরকম প্রায় ৮-১০ দফা দাবিতে এবার অবস্থানে বসলেন গ্রামীণ ডাক সেবকরা। গোটা দেশজুড়ে প্রায় সাড়ে তিন লক্ষ কর্মী ইতিমধ্যে রাস্তায়। মেদিনীপুর শহরের পঞ্চুরচকের হেড পোস্ট অফিসের সামনে চলছে বিক্ষোভ।
৫ ঘন্টার পরিবর্তে ৮ ঘন্টা ডিউটির দাবি,তিনটি প্রমোশন, গ্রাচুইটি প্রদান,গ্রুপ ইন্সুরেন্স,সার্ভিস ডিসচার্জ বেনিফিট,মেডিক্যাল ট্রিটমেন্ট সহ প্রায় ৮ -১০ দাবিতে ধর্মঘটে বসলেন গ্রামীণ ডাক সেবক কর্মীরা।সারা ভারত বর্ষ ব্যাপী গত ১২ ই ডিসেম্বর থেকে এই ধর্মঘট শুরু হয়।চলবে অনির্দিষ্টকালের জন্য। এদিন মেদিনীপুর শহরের হেড পোস্ট অফিসের পঞ্চুর চকে সামনে তারা ত্রিপল পেতে অবস্থান বিক্ষোভে বসেন।প্লাকার্ড,ব্যানার,ফেস্টুন সহযোগে তারা প্রতিবাদ জানাতে থাকেন রাস্তায় বসে। তাদের স্লোগানই ছিল অবিলম্বে দাবি মানতে হবে কেন্দ্রীয় সরকারকে।কারণ দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে তারা।মূলত এই দেশজুড়ে প্রায় সাড়ে তিন লক্ষ এই ধরনের ডাক সেবক কর্মী রয়েছেন যারা মানুষকে সুবিধা দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে।কিন্তু এত সুবিধে ও কাজ করার পরও তাদের দিকে দেখছে না কেন্দ্রীয় সরকার।তাই অবিলম্বে তাদের দাবিগুলিকে যথোপযুক্ত সম্মান দিয়ে সমস্যার সমাধান করতে হবে। উল্লেখ্য মেদিনীপুর জেলায় রয়েছে এই ধরনের প্রায় দেড় হাজার ডাক সেবক কর্মী।এই দিন এই বিক্ষোভে নেতৃত্ব দেন সেক্রেটারি বিশ্বনাথ ঘড়া,মনোজ মহাপাত্র,সায়ন সিংহ সহ অনেকে।