
নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :
মঙ্গলবার থেকে শুরু হলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদরের অন্তর্গত এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ) শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।প্রথম দিনে শর্টপাট,ডিসকাস ও জ্যাভলিন থ্রোয়িং এর মতো ইভেন্ট গুলোর পাশাপাশি তৃতীয় ও শেষ দিনে থাকবে দলগত- খো খো, ব্যাডমিন্টন ও ফুটবল প্রতিযোগিতা।

‘ক্রীড়া’শিক্ষার অঙ্গ।পাঠ গ্রহণের পাশাপাশি খেলাধুলার মাধ্যমেও শিক্ষার্থীদের শারিরীকও মানসিক বিকাশ গড়ে ওঠে।সাধারণত শীতের মরসুমেই পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এমনই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার শুরু হলো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদরের অন্তর্গত এলাহিয়া হাই মাদ্রাসা (উঃ মাঃ) শিক্ষা প্রতিষ্ঠানে। বয়স ভিত্তিক এককভাবে ৭টি বিভাগে শিক্ষার্থীদের এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে তিনদিন ধরে।প্রথম দিনে ছিল ১০০মি, ২০০মি ও ৪০০ মি. এর দৌড় প্রতিযোগিতা হয়। বয়স ভিত্তিক বিভাগ গুলোতে ছাত্র ও ছাত্রীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ২০০ জন শিক্ষার্থী। বুধবার অনুষ্ঠিত হবে শর্টপাট,ডিসকাস ও জ্যাভলিন থ্রোয়িং এর মতো ইভেন্ট গুলো এবং জাম্পিং ইভেন্ট গুলো।তৃতীয় ও শেষ দিনে থাকবে দলগত- খো খো, ব্যাডমিন্টন ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

মাদ্রাসার ক্রীড়া বিষয়ক শিক্ষক রুহুল আমিন খান বলেন- ‘প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠানে এই প্রতিযোগিতায় উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে আমাদের ছাত্র ছাত্রীরা। এবছরও পাঠরত বেশিরভাগ ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেছে।’মাদ্রাসার প্রধান শিক্ষক নুর আলম বলেন- ‘গত কয়েক বছর ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকজন শিক্ষার্থী জেলা ও রাজ্যের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। এবছরও এই ধারা বজায় থাকবে, আশা করি।’