নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:
বছরের ন্যায় এবছরও মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার পরিচালনায় প্রায় দেড় মাস পূর্বে শুরু হয়েছিল।মোট ৬টি ব্লকের মোট ২৬টি ক্লাবকে নিয়ে প্রথম বিভাগীয় ও দ্বিতীয় বিভাগীয় লীগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতা’মহকুমা কাপ-২০২৪’।এইদিন ছিল দ্বিতীয় বিভাগের চূড়ান্ত পর্যায়ের খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
মূলত এইদিন সেই মেগা ফাইনালে অংশগ্রহণ করেছিল মেদিনীপুর শহরের ফুটবল ক্লাব’মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব,মেদিনীপুর’ও তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় নেমেছিল ‘বিজয় একাদশ’এই খেলায় মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব,মেদিনীপুর প্রতিপক্ষ কে বিজয় একাদশ কে কার্যতঃ ৫-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন এর শিরোপা অর্জন করে।দ্বিতীয় ডিভিশন লীগে মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব,মেদিনীপুর এর অধিনায়ক”সেক আব্দুস সালাম’লীগের সর্বোচ্চ গোলদাতা হিসাবে পুরস্কৃত হোন এবং লীগের সেরা গোলকিপার এর খেতাব জিতে নেন এই ক্লাবের ই সহ-অধিনায়ক তথা প্রতিভাবান তরুণ গোলকিপার’আদর্শ লামা’।এইদিন মেগা ফাইনালে মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামের গ্যালারিতে সাদা কালো ও জাতীয় পতাকা হাতে নিয়ে মহামেডান সমর্থক সহ ফুটবলপ্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।উল্লেখ্য,মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব,মেদিনীপুর কলকাতার শতাব্দী প্রাচীন মহামেডান স্পোর্টিং ক্লাব এর অফিসিয়াল ফ্যান ক্লাব “ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব (অফিসিয়াল)”এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখা হিসাবে ফুটবল মহলে পরিচিত।এই ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার স্বাস্থ্যকর্তা সহ মাননীয় দীনেন রায়,গোলক মাজি,ইন্দ্রজিৎ পানিগ্রাহী,অমীয় ভট্টাচার্য্য,আমজাদ আলি খাঁন,তারাপদ পাল,রঞ্জিত দাস,আবীর আগরওয়াল,সেক আতাউদ্দিন, গৌতম দেব,সোমনাথ সাহা,অভিজিৎ দাস প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ,সঞ্জিত তোরই সহ সংস্থার কর্মকর্তাগণ।
এই বিষয়ে মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সন্দীপ সিংহ ও সঞ্জিত তোরই বলেন -“যুব সমাজকে ফুটবল খেলায় আরও উজ্জীবিত করতে ও মেদিনীপুর তথা জেলার ফুটবল মহলের মান উন্নয়ন এর লক্ষ্যে প্রতি বছরই আমরা এই টুর্নামেন্ট আয়োজন করি।মহামেডান ফ্যান ক্লাব চ্যাম্পিয়ন হয়ে প্রথম ডিভিশনে উত্তীর্ণ হওয়ায় আগামী বছর লীগে মেদিনীপুর তথা জেলার আপামর ফুটবলপ্রেমী মানুষ প্রথম ডিভিশন লীগে ফ্যান ডার্বি দেখতে পেতে পারেন,যার ফলে লীগ আরও আকর্ষণীয় হয়ে উঠবে”।
অন্যদিকে মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব,মেদিনীপুর এর সাধারণ সম্পাদক সেক আজহার উদ্দিন ও অর্থ সচিব সেক আরমান বলেন”প্রতি বছর সুন্দরভাবে লীগ আয়োজন করার জন্য মেদিনীপুর সদর মহকুমা ক্রীড়া সংস্থা কে কুর্নিশ জানাই।আমাদের এই জয় আমরা আমাদের ক্লাবের সদস্য-সমর্থক সহ কোচিং স্টাফদের উৎসর্গ করলাম”।