Cricket Tournament: বজরং ক্লাবের ক্রিকেট খেলার রজত জয়ন্তী বর্ষ! সাতদিন ব্যাপী টুর্নামেন্ট, চমক থাকছে

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

মেদিনীপুর বজরং ক্লাবের টুর্নামেন্টের রজত জয়ন্তী বর্ষে সাত দিনব্যাপী থাকছে ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন অনুষ্ঠান। এছাড়াও এই টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শেষ দিনে কাপ তুলে দিতে আসছেন রাজ্যের বড় বড় প্লেয়ার।এখন চলছে সেই টুর্নামেন্টের শেষ প্রস্তুতি

প্রতিবছরের মতন এ বছর আটটা টিম সেই সঙ্গে অনূর্ধ্ব ১৪ দের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে মেদিনীপুরের বজরং ক্লাব।এই টুর্নামেন্ট এবারে সুধা তুলসিয়ান এবং উত্তম গোপের স্মরণে হচ্ছে।এবছর এই ক্রিকেট টুর্নামেন্ট রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করবে। সাত দিন ব্যাপী এই টুর্নামেন্টে রাজ্যের বিভিন্ন খ্যাতনামা আটটি দল অংশগ্রহণ করবে।এর সঙ্গে অনূর্ধ্ব ১৪ হয়ে খেলবে বেশ কিছু ক্রিকেট দল।এই খেলা অনুষ্ঠিত হবে মেদিনীপুর কলেজ কলিজিয়েট মাঠে।খেলার বিশেষ চমক থাকছে রাজ্যের খ্যাতনামা খেলোয়াড়দের আগমন।ইতিমধ্যে এখন চলছে মাঠের প্রস্তুতির ছবি।এই খেলার সূত্র শুরু হবে বর্ণাঢ্য মোটরবাইক রালী সহযোগে।এরপর থাকছে বৃক্ষরোপণ ও ব্লাড ডোনেশন ক্যাম্প।পরবর্তী দিনগুলোতে বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ সেইসঙ্গে অনূর্ধ্ব ১৪ এর খেলোয়াড়দের নিয়ে ক্রিকেট খেলা।পাশাপাশি থাকছে মহিলাদের নিয়েও ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা।

এরপর রজত জয়ন্তী বর্ষের খেলার উদ্বোধন এবং সেই খেলার গ্র্যান্ড ফিনালে।অবশেষে বিশিষ্ট অতিথিদের দ্বারা তাদের পুরস্কৃত করে ম্যান অব দ্যা ম্যাচ,ম্যান অব দ্যা সিরিজ এবং চ্যাম্পিয়ন অফ দ্যা চ্যাম্পিয়নদের কাপ তুলে দেওয়া হবে। এখন চলছে তারই প্রস্তুতি।একদিকে যেমন মাঠের কাজ চলছে দ্রুতগতিতে অন্যদিকে তেমনি গাড়িতে করে গোটা রিং রোড জুড়ে মানুষকে জানান দেওয়া হচ্ছে এই খেলার।

এই বিষয়ে ক্লাব কর্তা কুন্দন গোপ বলেন,”বজরং ক্লাবের এই ক্রিকেট টুর্নামেন্ট এ বছর ২৫ বছরে পড়ল যা একসময় টেনিসের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই ক্রিকেট টুর্নামেন্ট।এবছর রজত জয়ন্তী বর্ষে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প,বডি বিল্ডিং প্রতিযোগিতা,সেই সঙ্গে অনূর্ধ্ব ১৪ দের ক্রিকেট টুর্নামেন্ট সহ মহিলাদের টুর্নামেন্টের প্রতিযোগিতা রেখেছি।পাশাপাশি তিনি এও বলেন অনেক নামিদামি খেলোয়াড় আমাদের এই টুর্নামেন্ট থেকে উঠে গিয়েছে। সাত দিনব্যাপী থাকছে ভিন্ন ভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের এই টুর্নামেন্টে।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in