Food Fair:পড়ুয়াদের উৎসাহ দিতে খাদ্য মেলার আয়োজন মেদিনীপুর কলিজিয়েট বয়েজের!সুস্বাদু খাবার বিক্রি করে উপার্জনের মুখ দেখল ছাত্ররা

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

পড়াশুনার সঙ্গে হাতে-কলমে শিক্ষা দিতে সেই সঙ্গে অন্যান্য কাজে উৎসাহ দিতে খাদ্য মেলার আয়োজন মেদিনীপুর কলিজিয়েট বয়েজের। শতাধিক পড়ুয়া তারা হাতে তৈরি করা ঘুগনি,পিঠেপুলি পায়েস,চা কফি,নিয়ে স্টল দিল এই খাদ্য মেলাতে।

স্কুলের বাচ্চাদের উৎসাহিত সেই সঙ্গে বাজারদর বুঝতে খাদ্য মেলার অনুষ্ঠানের আয়োজন মেদিনীপুর কলিজিয়েট স্কুলের(বালক)।পিঠেপুলি,মশলা মুড়ি পাটি-সাপটা,চা-কফি সহ কচুরি,ডাল পুরি নিয়ে মেলায় দোকান দিল কচিকাঁচারা,যা কিনতে ভিড় জমিয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ আশেপাশের মানুষজন। এরকমই চিত্র দেখা গেল এদিন মেদিনীপুর শহরে।মূলত এ বছর ছিল প্রথম বছর আর সে প্রথম বছর একটু অন্যরকম নতুনত্ব আনতে খাদ্য মেলার উদ্বোধন এই কলিজিয়েট স্কুলে।ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা এই স্টলের আয়োজন করেছিল।আর স্টলে বিক্রি হল দেদার। ঘন্টাখানেকের মধ্যেই বিক্রি হয়ে গেল তাদের তৈরি করা জিনিসপত্র।যা চেটে পুটে খেলো খাদ্য রসিক মানুষজন।এই অনুষ্ঠান ঘিরে উৎসাহ ছড়িয়ে পড়ে এই পড়ুয়াদের মধ্যে।যদি এই অনুষ্ঠান ঘিরে পড়ুয়াদের পাশাপাশি খাবারের টেস্ট করতে দেখা যায় স্কুলেরই শিক্ষক শিক্ষিকাদের।

এই বিষয়ে উৎসাহী পড়ুয়ারা বলেন,”এই প্রথম অভিজ্ঞতা খুব ভালো কেনাবেচা হয়েছে।এই ধরনের অনুষ্ঠান স্কুল থেকে আগামী দিনে করলে খুব খুশি হব। অনেকে আবার বলেন যা তৈরি করেছিলাম তা অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছে।”

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা হিমানি পড়িয়া বলেন,”পড়াশুনোর পাশাপাশি এই পড়ুয়াদের হাতে-কলমে শিক্ষা দিতে এবং বিভিন্ন কাজে পারদর্শী করার লক্ষ্যেই এই ধরনের অভিনবত্ব আয়োজন।তারা পিঠেপুলি পাটি-সাপটা,ঘুগনি,আলুর দম,চা কফি সেইসঙ্গে কচুরি ডালপুরী নিয়ে হাজির হয়েছে স্টলে।”

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in