ডেঙ্গু থেকে বাঁচতে পুজোর প্রাক্কালে ওয়ার্ড বাসীদের জন্য মশারি প্রধান সমাজসেবী দুলাল দত্তের

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর :

শহরের বিশিষ্ট সমাজসেবী দুলাল দত্তের উদ্যোগে শারদ উৎসবের প্রাক্কালে ৯ নং ওয়ার্ড এলাকার সকল পরিবারের হাতে ডেঙ্গুর হাত থেকে বাঁচবার জন্য মশারি প্রদান করা হলো।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কৌশিক চট্টোপাধ্যায়,DSP এহসান কাদরী,পৌরপ্রধান সৌমেন খান,IC আতিবুর রহমান,উপপৌরপ্রধান অনিমা সাহা, কোতোয়ালি থানার টাউন বাবু প্রশান্ত কীর্তনীয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পূজা কমিটির কর্মকর্তাগণ।

এদিন প্রায় ওয়ার্ডের ৫০০ পরিবারের হাতে এই মশারি তুলে দেন বিশিষ্ট অতিথি বৃন্দ। মূলত এই ডেঙ্গুর সময় এই অকাল পরিস্থিতিতে মশারি পেয়ে খুশি গ্রহীতারা। প্রসঙ্গত প্রতিবছরই ঠিক পূজোর প্রাক্কালে এলাকার মানুষের মধ্যে শাড়ি,জামা,প্যান্ট সহ বস্ত্র সামগ্রী তুলে দেন দুলাল বাবু।এই দিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সমাজসেবী দুলাল দত্ত।


Share

dnews.in