Old Age Home:পুজোর প্রাক্কালে বৃদ্ধাশ্রমের আবাসিকদের নতুন বস্ত্র প্রদান সংস্থার

Share

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর:

পুজোর মুখে সমাজ থেকে পিছিয়ে পড়া বৃদ্ধাশ্রমের আবাসিকদের নতুন বস্ত্র তুলে দিল আশ্রম কর্তৃপক্ষ। এদিন এক অনুষ্ঠানের মধ্যে নতুন পোশাকের পাশাপাশি ফলমূল মিষ্টি তুলে দেওয়া হয় এ আবাসিকদের।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃদ্ধাশ্রমের বিশিষ্ট সম্পাদক সত্যব্রত দোলই সহ সদস্যরা।

প্রয়াত সমাজকর্মী ড.রজনী কান্ত দোলই প্রতিষ্ঠিত মেদিনীপুর শহরের প্রাচীনতম আনন্দ আশ্রম বৃদ্ধাশ্রমে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আবাসিকদের হাতে পুজোর নতুন বস্ত্র ও ফল-মিষ্টি তুলে দিল বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রথীন্দ্র নাথ দাস।উপস্থিত ছিলেন বৃদ্ধাশ্রম পরিচালন সমিতির সভাপতি ভীষ্ম প্রতিম অধিকারী, সম্পাদক সত্যব্রত দোলই,সহ-সম্পাদক অলোক নাথ মালাকার,কোষাধ্যক্ষ নিয়তি দলবেরা,রয়‍্যাল অ্যাকাডেমির সম্পাদক ভক্তি দোলই,সব্যসাচী পত্রিকার সম্পাদক নিশীথ কুমার দাস,ডাঃ প্রশান্ত কুমার ভৌমিক, রূপম দাস,শান্তিরঞ্জন বরদোলই,শুভাশিস স্যান্যাল প্রমুখ। এই বিষয়ে সত্যব্রতবাবু বলেন,”বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাতে প্রতি বছরই দুর্গোৎসবের প্রাক্কালে আবাসিকদের নতুন বস্ত্র প্রদান করা হয়।পুজোর সময় আবাসিকদের বিভিন্ন পুজোর মণ্ডপও ঘুরিয়ে দেখানো হয়।আবাসিকরা এই বৃদ্ধাশ্রমে একাকীত্ব অনুভব করেন না, তাঁরা একটি বৃহৎ পরিবারের মতো সুখে শান্তিতে আনন্দে বসবাস করেন বলেন জানান সম্পাদক।

আবাসিকদের পক্ষ থেকে সঙ্গীত পরিবেশন করেন অশোকা মুখার্জী ও মীতা দাস এবং আবৃত্তি পরিবেশন করেন সুচেতা দাস।


Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

dnews.in